খাগড়াছড়িতে নিরুত্তাপ নির্বাচনী প্রচারণা, ভোটাদের মাঝেও নেই উৎসাহ

নিজস্ব প্রতিবেদক, খাগড়াছড়ি:

খাগড়াছড়ির আট উপজেলা পরিষদ নির্বাচন অতি নিকটে। নির্বাচনী মাঠে বিরোধী দল হিসেবে নেই বিএনপি।

দুটি উপজেলা পরিষদে চেয়ারম্যান ও একটি ভাইস চেয়ারম্যান পদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় প্রচারণায় নেই কোন উত্তাপ। ভোটাদের মাঝেও নেই উৎসাহ কিংবা আগ্রহ। তার পরও প্রশাসন গ্রহণ করেছে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা।

খাগড়াছড়ির ৯টি উপজেলার মধ্যে দ্বিতীয় ধাপে ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে ৮ উপজেলায় আগামী ১৮ মার্চ নির্বাচন অনুষ্ঠিত হবে।

নির্বাচনের বাকি আর মাত্র কয়েকটি দিন। তবে নির্বাচন নিয়ে সাধারণ ভোটারদের মধ্যে নেই কোন উৎসাহ-উদ্দীপনা। কবে নির্বাচন জানে না ভোটার।

খাগড়াছড়ির ৮ উপজেলার মধ্যে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে চেয়ারম্যান আওয়ামী লীগ প্রার্থী মো. শানে আলম ও মানিকছড়ি উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী মো. জয়নাল আবেদীন ও ভাইস চেয়ারম্যান পদে তাজুল ইসলাম বাবুল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

ফলে খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান এবং মানিকছড়ি উপজেলা পরিষদে শুধুমাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে নির্বাচন অনুষ্ঠিত হবে। অপর ৬ উপজেলায় সব পদে প্রার্থী থাকলেও বিএনপি নির্বাচনী মাঠে না থাকায় আমেজ ছাড়াই চলছে প্রচারণা।

জেলার মাটিরাঙ্গা উপজেলা পরিষদে যুবলীগের সভাপতি মো. রফিকুল ইসলাম, খাগড়াছড়ি রামগড়ে পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহবায়ক বিশ্ব প্রদীপ ত্রিপুরা, দীঘিনালায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি হাজী মো. কাশেম, পানছড়িতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বিজয় কুমার দেব, লক্ষীছড়িতে বাবুল চৌধুরী এবং মহালছড়িতে ক্যজাই মারমা নৌকার প্রতীকে নির্বাচনে লড়ছেন। এর মধ্যে মাটিরাঙায় আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক মো. তাজুল ইসলাম (আনারস)।

রামগড় উপজেলা পরিষদে এক সময়ের জামায়াত নেতা হিসেবে পরিচিত মো. আবু বক্কর ছিদ্দিক (আসারস) আওয়ামী লীগের প্রার্থীর বিরুদ্ধে লড়াই করছেন।

এছাড়া দীঘিনালা, পানছড়ি ও লক্ষ্মীছড়ি মহালছড়ি পরিষদে আঞ্চলিক রাজনৈতিক সংগঠন প্রসিত বিকাশ খীসা’র নেতৃত্বাধীন ‘ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ), জেএসএস (এমএন) ও ইউপিডিএফ গণতান্ত্রিকের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদে ভোট কেন্দ্র ৩৫টি। ভোটার ৮১ হাজার ১শ’ ৫৪ জন।

এখানে ভাইস চেয়ারম্যান পদে পাঁর্থী জয় কুমার চাকমা (বই), মো. আকতার হোসেন (চশমা), আবু হানিফ (টিয়া পাখি), রণিক ত্রিপুরা (টিউবওয়েল), রুতান চৌধুরী (তালা)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে তিন প্রার্থী পনিউসা মগ (প্রজাপতি), বিউটি রানী ত্রিপুরা (পদ্ম ফুল) ও সালমা আহাম্মেদ মৌ (কলস) প্রতিদ্বন্দ্বিতা করছেন।

দীঘিনালায় ভোট কেন্দ্র ২৮টি। ভোটার সংখ্যা ৭৫ হাজার ৫শ’ ৪০জন।

এ উপজেলায় আওয়ামী লীগ প্রার্থী হাজী মো. কাশেম নৌকা, ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী উমেশ কান্তি চাকমা (হেলিকপ্টার) ও জেএসএস (এমএন) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী প্রফুল্ল কুমার চাকমা (আনারস)।

ভাইস চেয়ারম্যান- মো. মোস্তফা কামাল (টিউবওয়েল), সমদা নন্দন চাকমা (তালা) সুসময় চাকমা (চশমা) ও মহিলা ভাইস চেয়ারম্যান- গোপা দেবী চাকমা (প্রজাপতি), লিপি দেওয়ান (বৈদ্যুতিক পাখা), সীমা দেওয়ান (কলস)।

মহালছড়িতে ভোট কেন্দ্র ভোটার সংখ্যা ৩১ হাজার ৮শ’ ৯৩ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ক্যজাই মারমা (নৌকা) স্বতন্ত্র প্রার্থী একেএম হুমায়ুন কবির (মোটর সাইকেল), জেএসএম (এমএন) সমর্থিত বর্তমান চেয়ারম্যান বিমল কান্তি চাকমা (কাপ-পিরিচ), বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান কাকলী খীসা (আনারস), ইউপিডিএফ (প্রসীত) সমর্থিত স্বতন্ত্র প্রার্থী সুকুমার চাকমা (ঘোড়া)।

ভাইস চেয়ারম্যান-ক্যাচিংমিং চৌধুরী (উড়ো জাহাজ), মো. জসিম উদ্দিন (বই), হৃদয় চাকমা (টিউবওয়েল)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মারমা (পদ্ম ফুল), ভৌমিকা ত্রিপুরা (কলস), শেফালী আক্তার (ফুটবল), সুইনুইচিং চৌধুরী (প্রজাপতি), স্বপ্না চাকমা (সেলাই মেশিন)।

মাটিরাঙ্গায় ভোট কেন্দ্র ৩১টি ভোটার সংখ্যা ৭৫ হাজার ৩শ’ ৭৫ জন।

এ উপজেলা পরিষদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী মো. রফিকুল ইসলাম (নৌকা), আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মো. তাজুল ইসলাম (আনারস) ও মোহাম্মদ আলী ভূঁইয়া (দোয়াত কলম) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

ভাইস চেয়ারম্যান প্রার্থীরা হলেন- আলী হোসেন (চশমা), মো. আনিসুজ্জামান (বই), মো. আনোয়ার হোসেন ভূইয়া (টিয়া পাখি), মো. আবুল বশর (টিউবওয়েল), মনির হোসেন (মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- খাদিজা বেগম (লাঙ্গল), মরিয়ম বিবি (ফুটবল), রোজিনা বেগম (প্রজাপতি), হাসিনা বেগম (কলস), হোসনেয়ারা বেগম (হাঁস)।

রামগড়ে ভোট কেন্দ্র ১৬টি ভোটার সংখ্যা ৩৮ হাজার ৫শ’ ৭০ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিশ্ব প্রদীপ ত্রিপুরা (নৌকা) ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মো. আবু বক্কর ছিদ্দিক (আসারস) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলা ভাইস চেয়ারম্যান পদে- কাজী মো. জিয়াউল হক (তালা), মো. আনোয়ার ফারুক (টিয়া পাখি)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে-নাছিমা আহসান নীলা (প্রজাপতি), হাসিনা আক্তার (কলস)।

পানছড়িতে ভোট কেন্দ্র ২৪টি। ভোটার সংখ্যা ৪৮ হাজার ৪শ’ ৮৩ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বিজয় কুমার দেব (নৌকা), ইউপিডিএফ গণতান্ত্রিক সমর্থিত প্রার্থী মিটন চাকমা (আনারস) প্রসিত বিকাশ খীসা’র নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত শান্তি জীবন চাকমা (কাপ-পিরিস) প্রতীক নিয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

এ উপজেলায় ভাইস চেয়ারম্যান পদে- মো. শাহাজাহান কবির সাজু (উড়ো জাহাজ), চন্দ্র দেব চাকমা (তালা), জনেশ আয়ন চাকমা (মুকুল) (চশমা), প্রশান্ত চাকমা (টিউবওয়েল), মুনিন্দ্র  লাল ত্রিপুরা (টিয়া পাখি) ও হারুন- রশিদ (মাইক)।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে- মনিতা ত্রিপুরা (ফুটবল), মিলন বিবি (কলস), রত্মা তংচঙ্গা (হাঁস)।

মানিকছড়িতে ভোট কেন্দ্র ১৬টি। ভোটার সংখ্যা ৪৩ হাজার ৫শ’ ২৯ জন।

এ উপজেলায় শুধু মাত্র মহিলা ভাইস চেয়ারম্যান পদে- ডলি চৌধুরানী (কলস), নুরজাহান আফরিন লাকী (হাঁস), শিউলী বেগম (প্রজাপতি), রাহেলা আক্তার (ফুটবল) প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

লক্ষ্মীছড়িতে ভোট কেন্দ্র ১১টি। ভোটার সংখ্যা ১৮ হাজার ২শ’ ৯৯ জন।

এ উপজেলায় চেয়ারম্যান পদে- আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী বাবুল চৌধুরী ( নৌকা), প্রসিত বিকাশ খীসা’র নেতৃত্বাধীন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত

রাজেন্দ্র চাকমা (আনারস), স্বতন্ত্র অংগ্যপ্রু মারমা (মোটর সাইকেল), নীল বর্ণ চাকমা (ঘোড়া), স্বপন চাকমা (দোয়াত-কলম)।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: খাগড়াছড়িতে নিরুত্তাপ নির্বাচনী প্রচারণা, ভোটাদের মাঝেও নেই উৎসাহ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন