ক্ষতিগ্রস্তরা সবাই সরকারের সহায়তা পাবেন

ramu news minister maya 04.06

রামু প্রতিনিধি:

দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রান মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেছেন, দূর্গত মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। আওয়ামী লীগ সরকার জনগণের সরকার। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে তিনিও দূর্যোগ-দূর্ভোগে গণমানুষের পাশে এসে দাঁড়িয়েছেন। ঘূর্ণিঝড় মোরায় বেশি কিংবা আংশিক যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সকলকেই প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হবে। ক্ষতিগ্রস্তরা সবাই সরকারের সহায়তা পাবেন। যাদের ঘর সম্পূর্ণ বিধস্ত হয়েছে তাদের ঘর তৈরি করে দেয়া হবে। কোন ক্ষতিগ্রস্ত ব্যক্তি যেন সরকারের সহায়তা থেকে বঞ্চিত না হয়, সেজন্য সবাইকে সচেষ্ট হতে হবে।

মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া রবিবার (৪জুন) সকাল সাড়ে ১১টায় রামুর কাউয়ারখোপ ইউনিয়ন পরিষদ কমপ্লেক্সে দূর্গতদের ত্রান সামগ্রী বিতরণ করেন। পরে মন্ত্রী  রামুর গর্জনিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ঘূর্ণিঝড় মোরায় ক্ষতিগ্রস্তদের ত্রান বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

অনুষ্ঠানে মন্ত্রী ক্ষতিগ্রস্তদের ত্রান সামগ্রী বিতরণ করেন। এর আগে সকাল ১১টায় তিনি ঘূর্ণিঝড় মোরায় ধ্বসে পড়া গর্জনিয়া উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবন পরিদর্শন করেন।

সমাবেশ শেষে মন্ত্রী ঘূর্ণিঝড় মোরায় বিধ্বস্ত কচ্ছপিয়া উচ্চ বিদ্যালয়ের ভবন পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের সাথে মতবিনিময় ও ত্রান সামগ্রী বিতরণ করেন। এসময় মন্ত্রীর সফর সঙ্গী ছিলেন, কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

এসময় সুধী সমাবেশে বক্তব্য রাখেন, দূর্যোগ ব্যাবস্থাপনা ও ত্রান মন্ত্রনালয়ের সচিব শাহ কামাল, রামু উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলম, অতিরিক্ত জেলা প্রসাশক (সার্বিক) কাজী আবদুর রহমান, জেলা ত্রান ও পূণর্বাসন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) সাইফুল ইসলাম, রামু উপজেলা নির্বাহী অফিসার মো. শাহজাহান আলি, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক মুসরাত জাহান মুন্নি, জেলা আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক মুকুল, গর্জনিয়া চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমান, জেলা পরিষদ সদস্য চেয়ারম্যান শামসুল আলম, রামু থানার ওসি একেএম লিয়াকত আলী, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, গর্জনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান তৈয়ব উল্লাহ চৌধুরী, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুবলীগ নেতা নবীউল হক আরকান, আওয়ামী লীগ নেতা সৈয়দ মো. আব্দুর শুক্কুর, গর্জনিয়া আওয়ামী লীগের সভাপতি ফরিদ আহমদ চৌধুরী, সাধারণ সম্পাদক আইয়ুব সিকদার প্রমুখ।

এদিকে মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া কাউয়ারখোপ, গর্জনিয়া, কচ্ছপিয়ায় পৌঁছলে কাউয়ারখোপ ইউনিয়নের চেয়ারম্যান মোস্তাক আহমদ, গর্জনিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম , কচ্ছপিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু ইসমাঈল মো. নোমানের নেতৃত্বে বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণ তাকে স্বাগত জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন