কুতুবদিয়ায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্য বিয়ে বন্ধ


কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়ায় গোপনে ষষ্ঠ শ্রেণীর মাদ্রাসা ছাত্রীর বাল্য বিয়ে বন্ধ হয়েছে ইউএনও’র হস্তক্ষেপে।

রবিবার (২১ অক্টোবর) উপজেলার লেমশীখালী বশির উল্লাহ সিকদার পাড়ায় এ বাল্য বিয়ের আয়োজন ছিল।

প্রত্যক্ষদর্শী ও নির্বাহী অফিস সূত্র জানায়, রবিবার দুপুরে ওই গ্রামের নুরুল আবছারের ১২ বছর বয়সী স্থানীয় আল ফারুক দাখিল মাদ্রাসায় ৬ষ্ঠ শ্রেণীতে পড়ুয়া মেয়ে আসমাউল হুছনা (আসমা)‘র বিয়ের দিন ধার্য্য ছিল। বিষয়টি পার্শ্ববর্তীরা উপজেলা নির্বাহী অফিসারকে অবগত করলে নির্বাহী কর্মকর্তা শনিবার কক্সবাজারে মিটিংয়ে থাকায় সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার ওমর ফারুক ও ভারপ্রাপ্ত কানুনগো সাজিদ মাহমুদকে মোবাইলে নির্দেশ দেন ঘটনাস্থলে যেতে। ওই দিন রাতেই ৪ সদস্যরে একটি টিম বিয়ে বাড়িতে গিয়ে সত্যতা মেলায় বিয়েটি বন্ধের নির্দেশ দেন।

রবিবার মেয়ের মা সহ অন্যান্যরা এসে উপজেলা নির্বাহী কর্যালয়ে মেয়ের বয়স ১৮ বছর পুর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে না দেয়ার অঙ্গিকারনামায় মুচলেকা দেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ারা বেগম বলেন, বাল্য বিয়ে বন্ধে সকল প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া হচ্ছে। সাথে ইভটিজিং রোধেও কার্যকর ব্যবস্থা চলছে। এ দু‘টি বিষয়ে কোনো ছাড় নেই। জনসচেতনা বৃদ্ধি করার কথাও জানান তিনি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন