কাপ্তাই সুইডিশ আবাসিক এলাকায় রাতভর বন্যহাতির তান্ডব

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট আবাসিক এলাকায় রাতভর বন্যহাতির তান্ডব। আতংক ও উৎকণ্ঠায় রাতকাটে এলাকাবাসির। পরে আগুন, আতশবাজি ও বাঁশিবাজিয়ে তাড়ানো হয়।

মঙ্গলবার (১০এপ্রিল) রাতে তিনটি বন্যহাতি ছোট বাচ্ছা নিয়ে পার্শ্ববতী বন হতে সুইডিশ আবাসিক এলাকায় প্রবেশ করে।

জানাযায়, বনের মধ্যে খাদ্য না পেয়ে বন্যহাতিরদল প্রতিনিয়ত লোকালয়ে এসে তান্ডভ চালাচ্ছে।

এসময় বন্যহাতি সৃজত কাঁঠাল বাগানের সব কাঁঠাল সাবার করে দেয়।

আবাসিকে বসবাসরত শিক্ষক, কর্মচারী ও ছাত্রী হোস্টেলের মধ্যে হাতিদেখে আতংক ও উৎকণ্ঠা শুরু হয়।

এদিকে শিক্ষক, কর্মচারী ও শিক্ষার্থীরার হাতিকে তাঁড়া করলে উল্টো হাতি তাঁড়া করতে থাকে।

এ নিয়ে প্রায় রাত দেড়টা পর্যন্ত সকলের হাতি আতংক শুরু হয়। অবশেষে এলাকার লোকজন রাতে আগুন জ্বালিয়ে, আতঁশবাজি ও বাঁশি বাজিয়ে হাতিকে বনের মধ্যে তাড়ানো হয়।

বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইসস্টিটিউটের হিসাব রক্ষক ও মসজিদ কমিটির সম্পাদক ফয়েজ আহমদ বলেন, প্রতিনিয়ত আমাদের আবাসিক এলাকায় বন্যহাতির একটি পাল এসে সৃজিত সকল কাঁঠালবাগানে হানা দিয়ে সাবার করে দিয়েছে এবং আমাদের মাঝে আতংক সৃষ্টি করছে।

শিশু ও পরিবার নিয়ে আমরা প্রতিনিয়ত ভয়ভিত্তিতে থাকি। তবে এ হাতির আক্রমণ হতে আমরা রেহাই চাই।

এদিকে আফছারের টিলার মসজিদের ইমাম আব্দুল কুদ্দুছ বলেন, আমার পাকের ঘরে ডুকে সব কিছু খেয়ে সাবার করে দিয়ে গেছে।

এলাকা বাসি বলেন, প্রতিনিয়ত বন্যহাতির দল কোথাও খাদ্যর সন্ধ্যান না পেয়ে বাসা বাড়িতে হামলা ভাংচুর করছে।

এ ব্যাপারে বনজ সম্পাদ বন বিভাগের লোকজনদের ব্যবস্থা নেয়ার আহবান জানান তারা।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন