কাপ্তাই শিল্প এলাকায় রাতভর বন্যহাতির তাণ্ডব

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই বি.এফ.আই.ডি.সি শিল্প এলাকায় রাতভর বন্যহাতি তাণ্ডব চালিয়েছে। এ ঘটনায় জনমনে আতঙ্ক বিরাজ করছে।

জানা গেছে, বুধবার(১০ জানুয়ারি) দিবা গত রাত তিনটার সময় একদল বন্যহাতি পার্শ্ববর্তী বন হতে কাপ্তাই এলপিসি শাখার ভিতর হয়ে বসবাসরত শিল্প এলাকার কলাবাগান নামক এলাকায়  এসে হামলা চালায়। এতে বসবাসরত লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে। বসবাসরত পরিবারের লোকজন শিশুদের নিয়ে এসময় বাহির হয়ে এদিক ওদিক ছুটাছুটি করতে থাকে। এক পর্যায়ে সকলে মিলে আগুন জালিয়ে রাতে হাতিদের তাড়াতে সক্ষম হয়।

এলাকার ইকবাল, ইউসুফ, জাহাঙ্গীর ও জোলেখা জানান, দীর্ঘ বছর যাবত বসবাস করছি তবে এমন কাণ্ড আগে দেখিনি।

এলাকার বিশিক্ষ ব্যক্তিরা বলেন, বনের মধ্যে খাদ্য না থাকায় লোকালয়ে এসে হাতি তাণ্ডব চালাচ্ছে। আবার আসতে পারে বলে এলাকায় লোকজনের মাছে আতঙ্ক বিরাজ করছে।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কাপ্তাই, বন্য হাতির আক্রমণ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন