কাপ্তাইয়ে বর্ণাঢ্য আয়োজনে সাংগ্রাঁই জল উৎসব পালন

 

কাপ্তাই প্রতিনিধি:

কাপ্তাই চিংমং-এ তরুন-তরুনীরা পানি ছিটিয়ে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে প্রতিবছরের ন্যায় এবারও সাংগ্রাঁই জল উৎসব পালন করেছে।

রোববার (১৫এপ্রিল) সকাল ১১টায় চিংমং মাঠে তিন দিনব্যাপী মেলা ও উৎসব সম্পন্ন করা হয়।

সাংগ্রাঁই জল উৎসব উদযাপন কমিটির আহ্বায়ক ইউপি চেয়ারম্যান খাইসাঅং মারমার সভাপতিত্বে নতুনকে বরণ ও পুরাতনকে বিদায় জানিয়ে এ উৎসবের উদ্বোধন করেন।

উপজাতীয় সম্প্রদায়ের তরুন-তরুনী নেচে-গেয়ে একে অপরে পানি ছিটিয়ে এ সাংগ্রাঁই(জল) উৎসব পালন করে।

চিংমং উদযাপন কমিটির আয়োজনে  প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি জেলা পরিষদ সদস্য প্রকৌশলী থোয়াইচিং মং মারমা। বিশেষ অতিথি ছিলেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অংসুইছাইন ছৌধুরী, ১৯বিজিবি অধিনায়ক লে. কর্নেল শহিদুল ইসলাম পিএসসি, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তংচঙ্গ্যা, উপজেলা নির্বাহী কর্মকর্তা তারিকুল আলম ও কাপ্তাই থানার ওসি (তদন্ত) নুরুল আলমসহ প্রমুখ।

বক্তব্য রাখেন সাংগ্রাঁই জল উদযাপন কমিটির সদস্য সচিব ক্যজহলা মারমা, হেডম্যান কোচসং মারমা ও ফাইসুঅং মারমাসহ আরও অনেকে।

প্রধান অতিথি বলেন, প্রতিবছর আমরা পিছনের সব দুঃখ, ব্যথা বিভেদ ভুলে নতুন বছরকে পানি ছিটিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে নতুন একটি বছরকে বরণ করে নেই। এটাই হল তিন পার্বত্য জেলার বড় জল উৎসব অর্থ্যাৎ সাংগ্রাঁই জল উৎসব।

উৎসব দেখার জন্য বিভিন্ন জেলার দূর-দুরান্ত হতে হাজার, হাজার মানুষ জড়ো হয়। ওই উৎসবে উদযাপন কমিটির সকল সদস্য উপস্থিত ছিলেন।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন