কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় ১১ জন নিহত ও ৮ জন আহত

 

কাপ্তাই প্রতিনিধি:

দু’দিনের টানা বৃষ্টিতে কাপ্তাইয়ের বিভিন্ন এলাকায় পাহাড় ধ্বসে এবং গাছ পড়ে ১১জন নিহত ও ৮জন আহত হয়েছে। এছাড়া বহু ঘরবাড়ি বিধ্বস্ত হওয়ার খবরও পাওয়া গেছে।

কাপ্তাই লগগইেট এলাকায় গাছ পড়ে আবুল হোসেন(৪৫), কাপ্তাই প্রজেক্ট এলাকায় জঙ্গলে গাছ চাপা পড়ে গবঘোনার মো. শাহিন(২৬), রাইখালী পাহাড়  ধ্বসে উচিনু মারমা(৩৫), মিতু মারমা(৬), মুড়ালীপাড়ার থোইঅংপ্রু মারমা(৩৮), সামারাউ মারমা(৩৫), কেমাপ্র  মারমা(৪৯), মিতিঙ্গছড়ির নুরনবী(৩৫), রুবী আক্তার(৩০), রোহান(৫) ও ঘবগোনা এলাকার মাহাবুবুর রহমান(৫০) এ ১১জনের মৃত্যুর খবর  বিভিন্ন সূত্রে পাওয়া যায়।

মাটি চাপা ও উদ্ধার কাজ করতে গিয়ে সুবর্না, শাহ আলম, মামুন, রানা, রোসনেয়ারা, রিপন, রাসেল, কাউসার হাবিব ও সোমা আক্তার আহত হয়েছে।

কাপ্তাইয়ের চারশত পরিবার কাপ্তাই উচ্চ বিদ্যালয়ে আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মাটি চাপা পড়ে থাকা লোকজনের উদ্ধার কাজ চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন