কাপ্তাইবাসীর সাথে ভিডিও কনফারেন্সে কথা বললেন প্রধানমন্ত্রী

5-minister-copy

কাপ্তাই প্রতিনিধি:

সন্ত্রাস, জঙ্গীবাদ ও উগ্র সাম্প্রদায়িকতা প্রতিরোধের লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিডিও কনফারেন্স কাপ্তাই ইউনিয়ন বাসির পক্ষ হতে শনিবার সকাল ১১ টা হতে ১টা পর্যন্ত আপস্ট্রিম জেটিঘাট এলাকায় উদযাপিত হয়। কাপ্তাইয়ের এ কনফারেন্স উদযাপন কমিটির আহ্বায়ক, উপজেলা আ’লীগের  সিনিয়র সহ-সভাপতি ও ইউপি চেয়ারম্যান প্রকৌশলী আব্দুল লতিফের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

পাহাড়ী-বাঙালী সাপ্তাহিক হাটবার হওয়ায় সকলের মিলন মেলায় প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সে অংশগ্রহণ করে সকলে উপভোগ করে। পার্বত্য জেলা রাঙ্গামাটি, কাপ্তাইসহ বিভিন্ন উপজেলার সমস্যা, উন্নয়ন দিক নিয়ে সাধারন লোকজন কথা বলেন। প্রধানমন্ত্রীর সে সকল বিষয়ে প্রশ্নের উত্তর দেন।  প্রধানমন্ত্রীর ভিডিও কনফারেন্সের জনসভায় কাপ্তাই ইউনিয়নবাসির একটি প্রাণের দাবি করেন, সেটি হল কাপ্তাইকে মৌজায় বাস্তবায়ন করা। এছাড়া পার্বত্য এলাকা হতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অস্ত্র নির্মূল করার জন্য সর্বস্থরের লোকজন এ সময় বক্তব্য রাখেন।

কাপ্তাই ভিডিও কনফারেন্সে বক্তব্য রাখেন, কাপ্তাই ইউনিয়ন আ’লীগ সভাপতি সাগর চক্রবর্তী, সম্পাদক মহি উদ্দিন পাটোয়ারী বাদল, উপজেলা আ’লীগের যুগ্নসম্পাদক ও সংরক্ষিত মহিলা এমপির প্রতিনিধি ইব্রাহিম খলীল, উপজেলা ছাত্রলীগ সভাপতি নুর উদ্দিন সমুন, যুবলীগসভাপতি মোঃ নাছির, আঞ্চলিক শ্রমিকলীগ সভাপতি মীর মহসীন উল হক, প্যানেল চেয়ারম্যান সমলেন্দু বিকাশ দাশ, ইউপি সদস্য সজিবুর রহমান, উপজেলা আ’লীগ নেতা কাজী মাকসুদুর রহমান বাবুল, বীর মুক্তিযোদ্ধা কেফায়েত উল্লাহ, মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা জসিম উদ্দীন, মসজিদের ইমাম মাওলানা শাহাবুদ্দীন, প্রধান শিক্ষক মোঃ ইউসুফ, সাংবাদিক কবির হোসেন, সহ সর্বস্থরের লোকজন।

এছাড়া কাপ্তাই উপজেলার বিভিন্নস্থানেও এমন কনফারেন্সের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন