কাউখালীতে দূর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ইম্প্রেস-নিউটেক্স কম্পসিট টেক্সটাইল ও বিএনপির নগদ অর্থ বিতরণ

 

কাউখালী প্রতিনিধি:

কাউখালীতে ভুমিধ্বস ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ ও ত্রাণ বিতরণ করেছে বেসারকারি টিভি চ্যানেল, চ্যানেল আই গ্রুপের প্রতিষ্ঠান ইম্প্রেস-নিউটেক্স কম্পসিট টেক্সটাইল ও জেলা বিএনপি।

শনিবার সাকলে আইএনসিটিএল কাউখালী প্রেস ক্লাবে ও বিএনপি পোয়াপাড়া যুব পরিষদে এসব ত্রাণ বিতরণ করে।

এসব ত্রাণ বিতরণের মধ্যে আইএনসিটিএল নিহত ২১জনের ১২ পরিবারের মধ্যে ২৫ হাজার করে টাকা, সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৮ পরিবারের মাধ্যে ১০ হাজার ও আংশিক ক্ষতিগ্রস্ত ২০ পরিবারকে ১ হাজার করে সর্বমোট ৫ লক্ষ টাকা বিতরণ করে।

কাউখালী প্রেস ক্লাবের সভাপতি আরিফুল হক মাহবুব এর সভাপতিত্বে ত্রাণ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী, এতে আরও উপস্থিত ছিলেন সংস্থাটির পরিচালক মাওলানা মো. নুরুল আমীন মাহ্দী, চট্টগ্রামের ব্যবসায়ী মো. হেলাল উদ্দিন, চট্টগ্রাম জেলা পুলিশের ইন্সপেক্টর অব পুলিশ, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর আবু জাফর মো. ওমর ফারুক, স্পেশাল ব্রাঞ্চ ঢাকা এর এস আই মো. গোলাফর রহমান, চট্টগ্রাম জেলা পুলিশ লাইন মসজিদের খতীব মাওলানা মনছুরুল হক জিহাদী, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যজাই মারমা, বিআরডিবির সাবেক চেয়ারম্যান বেলাল উদ্দিন, কাউখালী থানার এস আই কামাল উদ্দিন প্রমুখ।

জেলা বিএনপির ত্রাণ বিতরণের মধ্যে নিহত ২১ জনকে মাথাপিছু ৩ হাজার ও আহত  ৩ জনকে ১ হাজার করে টাকা বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জেলা বিএনপির সভাপতি হাজী মো. শাহ আলম, এসময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক দীপেন তালুকদার দীপু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলাম পনির, উপজেলা বিএনপির সভাপতি জসিম উদ্দিন খোকন, সাধারণ সম্পাদক এমএ মনসুর, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব মেম্বার সহ জেলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেত্রীবৃন্দ।

উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল মোতালেব জানান, ক্ষতিগ্রস্ত এলাকাগুলো ঘুরে প্রকৃত ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি কাজ চলছে। পরবর্তীতে ক্ষতিগ্রস্তদেরও সহায়তা করা হবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন