কর্মসংস্থান সৃষ্টিতে সরকার প্রাণান্ত চেষ্টা চালাচ্ছে-কে শৈ হ্লা মার্মা

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও  জেলা আওয়ামী লীগ সভাপতি কে শৈ হ্লা মার্মা  বলেছেন, বর্তমান সরকার জনবান্ধব কর্মসূচিতে বিশ্বাসী। এ সরকার  দেশের মানুষের কল্যানে সব কিছু করে যাচ্ছে। আর এ কারণেই  সরকারের প্রতি সাধারণ মানুষের আস্থা দিন দিন বাড়ছে। তিনি আরো বলেন, পাহাড় আজ শান্ত। পাহাড়ের যুব সমাজ আজ চাকুরী করে জীবন চালাচ্ছে।

বুধবার(৬ সেপ্টেম্বর ) সকালে নাইক্ষ্যংছড়ি উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজিত উপজেলার ন্যাশনাল সার্ভিস কর্মসূচির ৩ মাসব্যাপী কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা দানকালে  এ সব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, সরকারি ব্যবস্থাপনায় দেশের প্রতিটি উপজেলায় যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়ন্ত্রণে নিয়ে এসেছেন যুবকদের। এ কারণে শতশত বেকার যুবক আজ ৬ হাজার টাকার ভাতায়  ভাগ্যের দরজা উম্মুক্ত করার সুযোগ পাচ্ছে। ভবিষ্যতে এদের ভাতার পরিমান বাড়ার সম্ভবনা রয়েছে।

আত্মকর্মী, যুবশক্তি, টেকসই উন্নয়নের মূল ভিত্তি প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠানে বিশেষ অতিধি হিসেবে উপস্থিত ছিলেন, বানন্দরবান জেলা পরিষদের মূখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহিদুল আলম, নাইক্ষ্যংছড়ি উপজেলা চেয়ারম্যান কামাল উদ্দিন, বান্দরবান জেলা পরিষদ সদস্য ক্যাউচিং চাক, বান্দরবান যুব উন্নয়ন অধিদ্প্তরের উপ-পরিচালক সাইফুদ্দিন মো.  হাসান আলী, এমপি প্রতিনিধি আলহাজ্ব খাইরুল বশর ও উপজেলা আওয়ামী লীগ নেতা  অধ্যাপক শফিউল্লাহ।

সভা শেষে প্রধান অতিথি উপজেলা  ঘুমধুম ব্যতিত অপর ৪ ইউনিয়নের ১১৬জন  নিয়োগপ্রাপ্ত যুবকেরপ্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন করেন।  একই দিন দুপুরে তিনি নাইক্ষ্যংছড়ি সীমান্তের চাকাঢালা বড় ছন খোলা পয়েন্টের নো ম্যানস ল্যন্ডে আটকা পড়া প্রায় ৮ হাজারাধিক  রোহিঙ্গার কয়েকটি শিবির পরিদর্শন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন