কর্ণফুলী পেপার মিলস‘র জায়গা দখলে নেয়ার অভিযোগ

কাপ্তাই প্রতিনিধি:

কর্ণফুলী পেপার মিলস লি. (কেপিএম)এর ছড়িয়ে ছিটিয়ে থাকা জমি প্রশাসনের অবহেলা, অনিয়ম, দুর্নীতির ফলে আজ বেদখল হয়ে যাচ্ছে। ধীরে, ধীরে পাবলিক তা দখন করে নিয়ে বিভিন্ন দোকান, বসতবাড়িসহ স্থাপনা নির্মাণ করে বছরের পর বছর ভাড়া দিয়ে দখল করে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিভিন্ন অভিযোগের সূত্রে জানা যায়, যে কাপ্তাই নতুনবাজার কেপিএম টিলা পিডিবি হতে ২.৭৫ একর জায়গা লিজ নেওয়া হয়। বিএফ আইডিসি হতে চিপার হাউজে ৮.৬২ একর বাঁশ কেন্দ্র ৭ একর এবং মুরগীর টিলা ২নং রুপলাইন ১.৫০ একর জায়গা নীজ নেওয়া হয়। উল্লেখিত জায়গাগুলো কেপিএমের কিছু অসাধৃ কর্মচারী, কতিপয় সিবিএর যোগসাজসে শাখা প্রধানদের ম্যানেজ করে বহিরাগতদের নিকট বিক্রয় করে সরকারি জায়গা বেদখল করে নেয়।

অভিযোগ উঠেছে কাপ্তাই নতুনবাজার টিলা বাজার সংলগ্ন হওয়ায় সেখানে বসবাসরত কেপিএমের কিছু অসাধু কর্মচারীদের ও কতিপয় সিবিএর নেতাদের ম্যানেজ করে দোকান বরাদ্দের নামে মোটা অংকের উৎকোচ নিয়ে জায়গা বিক্রয় করে আসছে। জায়গাটি কেপিএমের স্টোর ছিল।

কেপিএমের একটি জায়গা কোর্ট হতে মামলা জিতে আনার পর কতিপয় কর্মচারী শংশ্লিষ্ট শাখা প্রধানদের মাধ্যমে লীজের নামে বরাদ্দ নিয়ে বিল্ডিং করে নেয়। এবং মুরগীর টিলা রুপলাইন অনেক পূর্বেই ধীরে ধীরে তা দখন করে নেওয়া হয়। এভাবে কেপিএমের সরকারি সম্পত্তি দখল করে নেওয়ায় আইন ও সম্পত্তি বিভাগের কর্মকর্তাদের যোগসাজস রয়েছে বলে ধারনা করা হচেছ। সরকারি সম্পত্তি রক্ষার জন্য বিসিআইসি, শিল্প মন্ত্রনালয়সহ উর্ধ্বতন কর্তৃপক্ষের সরজমিনে তদন্ত পূর্বক হস্তক্ষেপ প্রয়োজন। এ ব্যাপারে কেপিএম আইন ও সম্পত্তি বিভাগ জিএম প্রশাসনের সাথে একাধীকবার যোগাযোগ করার চেষ্টা করা হলে ফোন বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন