কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংক সংস্কার

কক্সবাজার প্রতিনিধি:

সুইজারল্যান্ড সরকারের সহায়তায় কক্সবাজার জেলা ২৫০ শয্যা সদর হাসপাতালে নিরাপদ রক্ত পরিসঞ্চালনের জন্য স্থাপিত ব্লাড ব্যাংক সংস্কার ও আধুনিকায়নের পর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় সদর হাসপাতালের নিচ তলায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। আধুনিক রক্ত পরিসঞ্চালন বিভাগ উদ্বোধনের মাধ্যমে কক্সবাজারের ২৫ লাখ জনগোষ্ঠী ও ১২ লাখ রোহিঙ্গাকে আরও উন্নত ও নিরাপদ রক্ত পরিসঞ্চালন সেবা প্রদান করা সম্ভব বলে জানা গেছে।

এরআগে বেলা ১১টার দিকে সদর হাসপাতালের কনফারেন্স রুমে ব্লাড ব্যাংকটি সংস্কার ও আধুনিকায় নিয়ে একটি বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সদর হাসপাতালের সুপার ডা. সুলতান আহমদ সিরাজীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. শাহীন আবদুর রহমান, সাবেক পরিচালক ডা. পু চ নু, আর পি ডা. শাহজাহান, সুইজারল্যান্ড এর পক্ষে মিস গ্যাব্রিয়েলা, মি. রবার্ট কিউসেন, ডেরেক জর্জ, রুডি ভন প্লান্টা ও ইউনিসেফ,  ইইউএনএইচসিআর, এমএসএফ, আর আর আর সি, রেড ক্রস এর প্রতিনিধি ও কর্মকর্তারা।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: কক্সবাজার সদর হাসপাতালের ব্লাড ব্যাংক সংস্কার
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন