কক্সবাজারে ফিশিং বোট ডুবিতে জেলের মৃত্যু, নিখোঁজ ২০

নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার:

ঝড়ো হাওয়া ও প্রবল বৃষ্টির কবলে পড়ে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলে ফিশিং বোট ডুবিতে আব্দুস শুক্কুর (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। নিহত আব্দুস শুক্কুর কক্সবাজার সদর উপজেলার চৌফদন্ডী ইউনিয়নের অছিউর রহমানের ছেলে।

এছাড়া এখনও ২০ জেলেসহ ১৬টি মাছধরার বোট নিখোঁজ রয়েছে। জীবিত উদ্ধার করা হয়েছে ১৩ জেলেকে।

রোববার (১০ জুন) ভোররাতে সৃষ্ট ঝড়ো হাওয়ার কবলে পড়ে এসব বোট ও জেলে নিখোঁজ হয়। জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ এই তথ্য জানান।

জানা গেছে, নিখোঁজ বোটগুলোর মধ্যে কক্সবাজার সদরের চৌফলদন্ডীর বাবুল কোম্পানির একটি, ফখরুদ্দিনের একটি, কক্সবাজার শহরের পেশকার পাড়া ফজল কোম্পানি ও শওকত ইসলামের একটি। বাকি ১২টি বোটের পরিচয় এখনও পাওয়া পায়নি।

কক্সবাজার হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ আপন হোসেন মানিক জানান, রোববার সকাল সাড়ে ১০টার দিকে মুমূর্ষু অবস্থায় আনা এক জেলেকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত জেলের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। বাকী ১৩ জনকে চিকিৎসা দেয়া হচ্ছে।

জেলেদের বরাত দিয়ে জেলা বোট মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহামদ জানান, ভোরের দিকে বৃষ্টির সঙ্গে আকস্মিক ঝড়ো হাওয়ার সৃষ্টি হলে বঙ্গোপসাগরের কক্সবাজার উপকূলের হিমছড়ি, কলাতলী, মহেশখালীতে ১৬টি বোট ডুবে যায়। এসব বোটের অধিকাংশ জেলে সাঁতরে কূলে ফিরে আসতে সক্ষম হলেও এখনো ২০ জন জেলে নিখোঁজ রয়েছে।

তবে এখনও পর্যন্ত সাগরে শতাধিক বোট অবস্থান করছে। এসব বোটের জেলেদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়েছে। তাদেরকে কূলে ফিরে আসতে নির্দেশ দেয়া হয়েছে বলেও জানান তিনি।

মোস্তাক আহামদ বলেন, নিখোঁজ ফিশিং বোটগুলোর পূর্ণাঙ্গ পরিচয় এখন পর্যন্ত পাওয়া যায়নি। আমরা তা জানার চেষ্টা করছি। বিকেল নাগাদ পূর্ণাঙ্গ তথ্য পেয়ে যাবো।

এ ব্যাপারে কোস্টগার্ড কক্সবাজার স্টেশনের কন্টিজেন্ট কমান্ডার আকিরুল হাসান বলেন, মহেশখালী চ্যানেলের পশ্চিমে কবুতর চর নামক স্থানে দুটি বোট ভেঙে যাওয়ার খবর আমরা পেয়েছি। সেখানে চারজন জেলেকে উদ্ধার করেছে অন্য বোটের লোকজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালের ভর্তি করা হয়েছে। এছাড়া আর কোনো তথ্য আমাদের কাছে নেই। বোট মালিক সমিতির পক্ষ থেকেও আমাদেরকে এখন পর্যন্ত কিছু জানানো হয়নি।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন