কক্সবাজারে টমটম চালক হত্যায় ৫জনের যাবজ্জীবন কারাদণ্ড

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারে জহিরুল আলম নামের এক টমটম চালককে হত্যার দায়ে ৫জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। মঙ্গলবার(২০ মার্চ) দুপুরে কক্সবাজার জেলা ও দায়রা জজ আদালত এর বিচারক মীর শফিকুল আলমের আদালত এ আদেশ দেন।

যাবজ্জীবন কারাদণ্ড প্রাপ্তরা হলেন- রামু উপজেলার চেইন্দার আব্দুল হকের ছেলে ছৈয়দুল আমিন, টেকনাফের শিলবনিয়াপাড়ার মৃত ঈসমাইলের ছেলে মো. রফিক, টেকনাফের পল্লানপাড়ার মৃত শফির ছেলে এনাম উদ্দিন রুবেল, চকরিয়া উপজেলার বদরখালীর মৃত নুরুজ্জামানের ছেলে শাহ নেওয়াজ ও টেকনাফের লম্বরীপাড়ার তাজুল ইসলামের ছেলে শফিকুল ইসলাম। তার মধ্যে শাহ নেওয়াজ ও শফিকুল ইসলাম পলাতক রয়েছে।

জেলা ও দায়রা জজ আদালত সহকারী পাবলিক প্রসিকিউটর দীলিপ কুমার ধর জানান, ২০১৩ সালের ১ জানুয়ারি কক্সবাজারের হিমছড়িতে টমটম চালক জহিরুল আলমকে ভাড়া করে নিয়ে গিয়ে হত্যা করা হয়। এঘটনায় রামু থানার এসআই জামাল উদ্দিন বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। দীর্ঘদিন বিচার শেষে আদালত ওই মামলায় রায় দেয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন