কক্সবাজারে আর্ন্তজাতিক ২য় সার্চ সম্মেলন ও ৩য় ইন্টারন্যাশনাল সিএমসি সম্মেলন শুরু

Coxs Confarence 02

স্টাফ রিপোর্টার, কক্সবাজারঃ 

সার্ক একাডেমী অব সাইটো এন্ড হিস্টোপ্যাথলজি (সাচ্) এর আর্ন্তজাতিক ২য় সম্মেলন ও চট্টগ্রাম মেডিকেল কলেজের সিএমই বিভাগের ইন্টারন্যাশনাল সম্মেলন কক্সবাজারে শুরু হয়েছে। কক্সবাজার সাগরের তারকা মানের হোটেল কক্স টুডেতে শুক্রবার সকাল ৯ টায় এ সম্মেলনে উদ্বোধন করবেন সার্চ এর প্রেসিডেন্ট প্রফেসর শহীদ পারভেজ।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতিসংঘের এফএও এর সিনিয়র পরার্শক প্রফেসর শাহ মনির হোসাইন, বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. অশোক কুমার দত্ত। আয়োজন কমিটির আহবায়ক ড. মোহাম্মদ জিল্লুর রহমান এর স্বাগত বক্তব্যের আগে সার্ক ভুক্ত ৮ টি রাষ্ট্রের জাতীয় সংগীতের মাধ্যমে শুরু হওয়া আর্ন্তজাতিক সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বাংলাদেশ একাডেমী অব প্যাথলজির প্রেসিডেন্ট প্রফেসর এজেই নাহার, আয়োজক কমিটির যুগ্ন আহবায়ক কক্সবাজার মেডিকেল কলেজের অধ্যাপক ডা, শাহাব উদ্দিন আহমদ।

২ দিনব্যাপী এ সম্মেলন সার্ক ভুক্ত ৮ টি রাষ্ট্রের সাড়ে ৩ শত সাইটো ও হিস্টোপ্যাথলজিসরা অংশ নিচ্ছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন