কক্সবাজারের উন্নয়নের জন্য শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান জানাতে হবে

ramu picmp komol 29.4.17
রামু প্রতিনিধি :
কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বলেছেন, কক্সবাজারের উন্নয়নের জন্য বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে সর্বোচ্চ সম্মান জানাতে হবে। তিনি কক্সবাজারবাসীকে আর্ন্তজাতিক বিমানবন্দর, সেনানিবাস, গভীর সমুদ্র বন্দর, সমুদ্র গবেষনা কেন্ত্র, আর্ন্তজাতিক স্টেডিয়াম, মেরিন ড্রাইভ সড়কসহ জেলায় অভূতপূর্ব উন্নয়ন করেছেন। প্রধানমন্ত্রীকে আরো বেশী করে সম্মান জানাতে পারলেই উন্নয়নের এ ধারা অব্যাহত থাকবে।

শনিবার (২৯ এপ্রিল) সন্ধায় রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় শহীদ মিনার প্রাঙ্গনে আয়োজিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ সভাপতি জাফর আলম চৌধুরী, মহিলা বিষয়ক সম্পাদক ও রামু উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মুসরাত জাহান মুন্নী, রামু উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য শামসুল আলম ও নুরুল হক।

বিশিষ্ট আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা মাস্টার ফরিদ আহমদের সভাপতিত্বে ও ফতেখাঁরকুল ইউনিয়ন স্বেচ্ছসেকবলীগের সভাপতি আজিজুল হক আজিজ এর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন, আওয়ামীলীগ নেতা তরুন বড়–য়া, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান সাংবাদিক আবদুল মাবুদ, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান মুফিজ, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু মো. ইসমাঈল নোমান, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, রশিদনগর ইউপি চেয়ারম্যান এমডি শাহ আলম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম ভূট্টো, জেলা যুবলীগ নেতা এমএম আবুল কালাম আজাদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা নুর আল হেলাল, রামু উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক,যুবলীগ নেতা পলক বড়–য়া আপ্পু, উপজেলা যুবলীগের দপ্তর সম্পাদক শাহাদাৎ হোসেন, যুবলীগ নেতা নবীউল হক আরকান, মাসুদুর রহমান মাসুদ, কক্সবাজার জেলা মৎস্যজীবি লীগের সহ সভাপতি আনছারুল হক ভূট্টো, আওয়ামীলীগ নেতা নুরুল হক, সৈয়দ মোহাম্মদ আবদু শুক্কুর, কচ্ছপিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি নজরুল ইসলাম, কাউয়ারখোপ ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগ সভাপতি নুরুল ইসলাম নাহিদ, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা ও সাংসদ কমলের একান্ত সচিব মিজানুর রহমান, সাংসদ কমলের ব্যক্তিগত সহকারি রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন সাধারণ সম্পাদ আবু বক্কর ছিদ্দিক, রামু উপজেলা তাঁতীলীগের সভাপতি নুরুল আলম জিকু, সাধারণ সম্পাদক মোস্তাক আহমদ, রামু উপজেলা শ্রমিকলীগের সাবেক সাধারণ সম্পাদক ওসমান গনি, রামু উপজেলা বঙ্গবন্ধু সৈনিকলীগের আহবায়ক মিজানুল হক রাজা, যুগ্ন আহবায়ক রাশেদুল হক বাবু, চাকমারকুল ইউনিয়ন যুবলীগের আহবায়ক ছৈয়দ নুর মেম্বার, জোয়ারিয়ানালা যুবলীগের সাধারণ সম্পাদক আনছারুল আলম, রামু উপজেলা ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসাইন সাঈদী, রিয়াজ, স্বেচ্ছসেবকলীগ নেতা আরিফ খান জয় প্রমূখ।

সভায় আগামী ২ মে থেকে মে পর্যন্ত প্রতিনিধি ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ে কর্মী সভা, আনন্দ মিছিল ও পথসভা করার সিদ্ধান্ত গৃহিত হয়। এতে আরো জানানো হয়, প্রধানমন্ত্রীর কক্সবাজার আসবেন আগামী ৬মে। এদিন কক্সবাজারে অনুষ্ঠিতব্য জনসভা জনসমুদ্রে পরিনত হবে। তাই বিড়ম্বনা এড়াতে ওইদিন বিয়েশাদি সহ সকল প্রকার দিনের অনুষ্ঠান স্থগিত রাখার জন্য রামু-কক্সবাজারবাসীকে বিশেষভাবে অনুরোধ জানানো হয়।

সমাবেশে সাংসদ কমল আরো বলেন, বিগত ৩বছরে রামুর শিক্ষাক্ষেত্রে অভূতপূর্ব উন্নয়ন সাধিত হয়েছে। যা স্বাধীনতার ৪৩ বছরে হয়নি। স্বাধীনতার পূর্বে রামুতে উচ্চ বিদ্যালয় ছিলো ৫টি। বিগত ৪৩ বছরে এ সংখ্যা ছিলো ১২টি। অথচ বিগত ৩ বছরে রামুতে প্রতিষ্ঠা করা হয়েছে আরো ১১টি মাধ্যমিক বিদ্যালয়। এর সুফল ভোগ করবেব রামুর ১১ ইউনিয়নের ছাত্রছাত্রীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন