এসএসসি পরীক্ষা চলাকালে মোবাইল রাখার অপরাধে মানিকছড়িতে ৯ পরীক্ষার্থী বহিস্কার

বহিস্কার

মানিকছড়ি প্রতিনিধি: এসএসসি পরীক্ষা চলাকালে মোবাইল রাখার অপরাধে মানিকছড়িতে ৯ পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। মানিকছড়ির রাণী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার অনুষ্ঠিত গণিত বিষয়ে পরীক্ষা চলাকালীন সময়ে এসব শিক্ষার্থীদের বহিস্কার করা হয়।

পরীক্ষার হলে মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা থাকলেও কিছু শিক্ষার্থী কৌশলে মোবাইল নিয়ে পরীক্ষায় অংশ নেয়। সকাল সাড়ে ১১টায় চট্টগ্রাম শিক্ষা বোর্ডের একটি বিশেষ টিম পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে বিভিন্ন কক্ষের সন্দেহজনক শিক্ষার্থীদের দেহ তল্লাশি করে ৯টি মোবাইল ফোন জব্দ করে। পরে বিধি বহির্ভূত ভাবে মোবাইল রাখার অপরাধে কেন্দ্র সচিব তাদের বহিস্কার করেন।

বহিস্কৃতদের রোল নং- ৩২১৮৬৮, ৩২১৮৭০, ৩২১৯৫৯, ৩২১৯৬১, ৩২২০৩৫, ৩২২০৪৩, ৫৪৮১৮৯, ৭১০২৪৩, ৭১০২২৬।

কেন্দ্র সচিব মো. আতিউল ইসলাম শিক্ষার্থী বহিস্কারের সত্যতা স্বীকার করে বলেন, দায়িত্বরত শিক্ষকদের ফাঁকি দিয়ে উল্লেখিত শিক্ষার্থীরা মোবাইল নিয়ে কক্ষে প্রবেশ করে। মঙ্গলবার গণিত বিষয়ের পরীক্ষা চলাকালীন ৯ পরীক্ষার্থীর দেহ তল্লাশি করে মোবাইল ফোন পাওয়া যায়। মোবাইলগুলো জব্দ করে তাদের বহিস্কার করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন