উখিয়ায় বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী ও শোক দিবস পালিত

Pic Ukhiya 15.08

উখিয়া প্রতিনিধি:

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪১তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে উখিয়ায় পালিত হয়েছে। উপজেলা প্রশাসন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদ, উখিয়া আওয়ামী লীগ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, হলদিয়াপালং ইউনিয়ন পরিষদ ও  হলদিয়াপালং ইউনিয়ন আওয়ামী লীগ পৃথক পৃথক কর্মসূচীর মধ্য দিয়ে জাতীয় শোক দিবস উদ্যাপন করেছে। জালিয়াপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে আয়োজিত কর্মসূচী মধ্যে ছিল কালো ব্যাচ ধারণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

সোমবার সকাল ১১ টায় বঙ্গবন্ধুর জীবনীর উপর এক স্মৃতিচারণ সভা জালিয়াপালং ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান নুরুল আমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, মেম্বার রফিক উল্লাহ, মেম্বার আবুল কালাম, মেম্বার মকছুদ উল্লাহ, মেম্বার নাজিম উদ্দিন, মেম্বার শফিউল আলম, মেম্বার মোজাম্মেল হক ও মেম্বার মোছা। মহিলা মেম্বারদের মধ্যে উপস্থিত ছিলেন, জুলেহা বেগম, আনোয়ারা বেগম ও মনোয়ারা বেগম।

অনুষ্ঠানটি পরিচালনা করেন, জালিয়াপালং ইউনিয়ন পরিষদের সচিব নুরুল হুদা, বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় বিশেষ মোনাজাত করা হয়।

অপরদিকে উখিয়ার রত্মাপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগেও দিবসটি পালিত হয়েছে। রত্মাপালং ইউনিয়ন পরিষদের উদ্যোগে কর্মসূচীর মধ্য ছিল কালো ব্যাচ ধারণ, খতমে কোরআন, মিলাদ মাহফিল, কাঙ্গালীভোজ, আলোচনা সভা ও বিশেষ মোনাজাত।

সোমবার সকাল ১১ টায় ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান মোঃ খাইরুল আলম চৌধুরীর সভাপতিত্বে ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সদস্য আলহাজ্ব আবুল মনছুর চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট আইনজীবি এডভোকেট এম তোফাইল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও মুক্তিযোদ্ধা দিদারুল আলম চৌধুরী।

এতে বক্তব্য রাখেন উখিয়া ছাত্রলীগের সাবেক সভাপতি বিশিষ্ট আওয়ামী লীগ নেতা আকবর আহমদ চৌধুরী, উখিয়া আওয়ামীলীগের মহিলা নেত্রী মেম্বার পুতুল রাণী বড়ুয়া, উখিয়া যুবলীগের সাধারণ সম্পাদক ইমাম হোসেন। এসময় বিশেষ আমন্ত্রণে উপস্থিত ছিলেন উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুর রহমান।

ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ানের পরিচালনায় অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেম্বার আব্দুল গফুর সওদাগর, মেম্বার নুরুল হক মনু, মেম্বার ডা. মোক্তার আহমদ, মেম্বার কামাল উদ্দিন, মেম্বার মাহবুব উদ্দিন, মেম্বার ফিরোজ আহমদ, মেম্বার মীর আহমদ, মহিলা মেম্বার আনজুমান ইয়াছমিন চৌধুরী, জন্নাতুল নাহার বিউটি, সাবেক মেম্বার আকতার কামাল চৌধুরী, যুবলীগ নেতা ফরিদুল আলম প্রমূখ। বঙ্গবন্ধুর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত পরিচালনা করেন মাওলানা মোহাম্মদ সেলিম। আলোচনা সভা শেষে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয় ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন