উখিয়ার ইনানীতে রির্সোটের জায়গা জবর দখলের ঘটনায় উত্তেজনা: থানায় অভিযোগ

 

উখিয়া প্রতিনিধি:

উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের পর্যটন স্পট ইনানী সোনারপাড়া মেরিন ড্রাইভ সড়কের পূর্ব পার্শ্বে রিসোর্টের নির্মাণাধীন কাজে বাঁধা প্রদানসহ জায়গা জবর দখলের গুরুতর অভিযোগ উঠেছে। এমনকি প্রভাবশালী একটি মহলের প্রাণনাশের হুমকিতে টতস্থ হয়ে পড়েছে নিরীহ জায়গার মালিক।

এব্যাপারে প্রতিকার চেয়ে উখিয়া থানায় সাধারণ ডায়েরী রুজু করে ভূক্তভোগী মিজানুর রহমান ও তাঁর পরিবার।

এলাকাবাসীর সাথে কথা বলে জানা যায়, ফিরোজপুর জেলার বাসিন্দা মিজানুর রহমান ১৯৯৫ সালে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের সোনার পাড়া এলাকায় ৮০শতক জায়গা ক্রয় করেন। সেই থেকে উক্ত ক্রয়কৃত জায়গা ভোগদখল করে আসলেও বিভিন্ন সময় স্থানীয় ভূমিদস্যুরা একাধিকবার জায়গা জবর দখলের চেষ্টা করেও ব্যর্থ হয়।

ইতিমধ্যে ক্রয়কৃত ভোগ দখলীয় জায়গায় সানপাল রিসোর্ট নামক একটি রিসোর্ট নির্মাণের পরিকল্পনা গ্রহণ করা হয়।

জায়গার মালিক মিজানুর রহমান অভিযোগ করে বলেছেন,, এ.আর.সি শ্রিম্প হ্যাচারীর মালিক আব্দুর রহিম চৌধুরী অতি সম্প্রতি স্থানীয় কিছু লাঠিয়াল বাহিনী দিয়ে উত্তর পার্শ্বে জায়গা জবর দখলের অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। বাঁধা দেওয়ার চেষ্টা করলেও প্রস্তাবিত রিসোর্টের কেয়ারটেকার শামশু ও ম্যানেজার হাসানকে হুমকি ধমকি সহ প্রাণনাশের চেষ্টা চালায়।

তিনি আরও বলেন, রিসোর্টের জায়গায় বাউন্ডারী ওয়াল নির্মাণ করতে চাইলে হ্যাচারীর মালিক আব্দুর রহিম চৌধুরীর ভাড়াটিয়া লোকজন এসে বাঁধা প্রদান করে এবং তার ছেলে জঙ্গি কানেশন ও সম্পৃক্ততার অভিযোগে গ্রেফতার হওয়ার পর কিছুদিন নিরব থাকলেও এখন নতুন করে জায়গা জবর দখলের পায়তারায় লিপ্ত রয়েছে।

এদিকে জায়গা জবর দখলের অপচেষ্টার ঘটনায় ১৫ জুলাই মিজানুর রহমান উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরী লিপিবদ্ধ করেন। যার নং ৯১৫/১৭ ।

এদিকে এ.আর.সি শ্রিম্প হ্যাচারীর মালিক আব্দুর রহিম চৌধুরী তার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার করে বলেন, আমি কারো জায়গা জবর দখলের সাথে জড়িত নই।

এব্যাপারে জানতে চাইলে, উখিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবুল খায়ের বলেন, জায়গা জবর দখলের বিষয়টি পুলিশ তদন্ত করছে এবং শান্তি শৃঙ্খলা রক্ষার পাশাপাশি এ.আর.সি হ্যাচারীর মালিক আব্দুর রহিম চৌধুরীকে আইনের আওতায় আনার প্রক্রিয়া চলছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন