ইয়াবা-চোরাচালান, বাজার মনিটরিং, পাহাড় কর্তন ও ভেজাল প্রতিরোধে অভিযান জোরদার করা হবে

Somaj seba copy

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলা প্রশাসনের মাসিক আইন শৃঙ্খলা, চোরাচালান প্রতিরোধ ও উপজেলা পরিষদের সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা নির্বাহী অফিসার এসএম সরওয়ার কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কামাল উদ্দিন।

সভায় উপজেলা নির্বাহী অফিসার গত মাসের সভার কার্যবিবরণী ও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পড়ে শুনান। এসময় তিনি বলেন, ইয়াবা, চোরাচালান প্রতিরোধে জোরালো ভূমিকার পাশাপাশি শীঘ্রই বাজার মনিটরিং, পরিবহনে যাত্রী হয়রানি, যত্রতত্র গাড়ি পার্কিং, পাহাড় কর্তন, ভেজাল প্রতিরোধে রেস্টুরেস্ট ও ফার্মেসীতে অভিযান চালানো হবে। উপজেলা নির্বাহী অফিসার আরও বলেন, নাইক্ষ্যংছড়ির সৌন্দর্য বর্ধনে প্রশাসনের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিবর্গের ভূমিকা পালন করতে হবে। সভায় এলজিইডি কর্তৃক বাস্তবায়িত কয়েকটি স্কুল ভবনের সম্পাদিত কাজ পুনঃযাচাই করে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান।

এ সময় উন্মুক্ত আলোচনায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো কামাল উদ্দিন, থানা অফিসার ইনচার্জ (ওসি) এএইচ তৌহিদ কবির, এমপি প্রতিনিধি আলহাজ্ব খায়রুল বাশার, উপজেলা আওয়ামী লীগ সদস্য সচিব মো. ইমরান মেম্বার, ঘুমধুম ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আজিজ, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম, সদর ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদুল আলম, দোছড়ি ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মো. হাবিবুল্লাহ, আওয়ামী লীগ নেতা ডা. সিরাজুল হক, ফখরুল ইসলাম কালু, সমাজ সেবা কর্মকর্তা শাহ নেওয়াজ, উপজেলা প্রকৌশলী শহীদুল হক, উপজেলা শিক্ষা অফিসার আবু আহমদ, প্রেসক্লাব সাধারণ সম্পাদক আবুল বশর নয়ন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান হামিদা চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার রাজা মিয়া, প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক রেজাউল হক, সমবায় অফিসার জাহাঙ্গীর আলম, একটি বাড়ি একটি খামার প্রকল্পের ব্যবস্থাপক মহিউদ্দিন, দুর্নিতী প্রতিরোধ কমিটির সভাপতি শাহ সিরাজুর রহমান সজল, সোনাইছড়ি ইউপি চেয়ারম্যান বাহান মার্মা, বালিকা বিদ্যালয় প্রধান শিক্ষক নাসরিন আক্তার, ছালেহ আহমদ সরকারী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক চানু অং চাক, সাবেক ছাত্রলীগ সভাপতি চোচু মং মার্মা, মহিলা আওয়ামী লীগ নেত্রী জুহুরা বেগম, বিজিবি প্রতিনিধি মনোয়ার, হালিম প্রমুখ।

এদিকে সমন্বয় সভা শেষে উপজেলা সমাজ সেবা অধিদপ্তরের উদ্যোগে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচির আওতায় ‘উপজেলা ভাতা বাস্তবায়ন কমিটি’র সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সমাজ সেবা কর্মকর্তা শাহী নেওয়াজের সভাপতিত্বে সভায় ১৮জন প্রতিবন্ধী শিক্ষার্থীর মাঝে ২০১৬-১৭ অর্থ বছরের ছয় মাসের শিক্ষা উপবৃত্তির চেক বিতরণ করেন অতিথিবৃন্দ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন