আ’লীগ যখনই ক্ষমতায় এসেছে তখনই নারী উন্নয়নে কাজ করেছে: জাফর আলম

চকরিয়া প্রতিনিধি:

কক্সবাজার-১ (চকরিয়া-পেকুয়া) আসনে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সংসদ সদস্য প্রার্থী চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব জাফর আলম বলেছেন, ‘বাংলাদেশে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ যখনই সরকার ক্ষমতায় আসে, তখনই দেশে নারী সমাজের উন্নয়নে কাজ করেছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেমন স্বাধীনতার পর নারী সমাজের উন্নয়নে পদক্ষেপ নিয়েছিলেন, তেমনই জননেত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নে সারা দেশের কাজ করে যাচ্ছেন।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ ১৯৯৬ সালে সরকার গঠনের পর পঞ্চম প্রতিষ্ঠাবার্ষিকী পরিকল্পনায় নারী উন্নয়নকে যুক্ত করেন। ১৯৯৭ সালে ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনটি সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচন চালু করেন। সন্তানের পরিচিতির সঙ্গে বাবার নামের পাশে মায়ের নাম ব্যবহার বাধ্যতামূলক করেছেন। সবই শেখ হাসিনার অবদান।

তিনি একাদশ সংসদ নির্বাচনে আবারও শেখ হাসিনা প্রধানমন্ত্রী নির্বাচিত হলে সারা দেশে নারীদের উদ্যোক্তা হিসেবে উৎসাহিত করতে আলাদা ব্যাংকিং সুবিধা, লোন সুবিধা, কারিগরি প্রশিক্ষণে সরকার কাজ করবেন বলে জানান।

বুধবার (১৯ডিসেম্বর) সকালে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের বীর মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন বাঙালির বাড়িতে অনুষ্ঠিত মহিলাদের সাথে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

লক্ষ্যারচর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি রেচজাউল করিম সেলিমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক খ ম অ বুলেটের সঞ্চালনায় অনুষ্ঠিত মহিলা বৈঠকে এ সময় উপস্থিত ছিলেন, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ফাঁসিয়াখালী ইউপি চেয়ারম্যান গিয়াস উদ্দিন চৌধুরী, চকরিয়া পৌরসভার মেয়র আলমগীর চৌধুরী, মাতামুহুরী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম বাবলা, সাধারণ সম্পাদক ও সাহারবিল ইউপি চেয়ারম্যান মহসিন, কক্সবাজার জেলা পরিষদের সদস্য ও পেকুয়া উপজেলা যুবলীগের সভাপতি জাহাংগীর আলম, চিরিঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উজানটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এটিএম শহিদুল ইসলাম, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোক্তার আহমদ চৌধুরী, এমআর চৌধুরী, সহসভাপতি ফজলুল করিম সাঈদী, ছৈয়দ আলম কমিশনার, যুগ্ম সম্পাদক জামাল উদ্দিন জয়নাল, যুগ্ম সম্পাদক চেয়ারম্যান আজিমুল হক আজিম, শাহনেওয়াজ তালুকদার, চকরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, শওকত ওসমান চেয়ারম্যান, চকরিয়া উপজেলা ছাত্রলীগের সভাপতি মোহাম্মদ মারুফ, সাধারণ সম্পাদক রুবেল মাহমুদ, মাতামুহুরী থানা ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক তানবিন ইসলাম সাইমুন চকরিয়া পৌরসভা ছাত্রলীগের সভাপতি মিজানুর রহমান, সাধারণ সম্পাদক সোহেল রানা পারভেজ-সহ আওয়ামী লীগ ও এর সহযোগী ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন