আলীকদমে উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল, নিচ্ছিদ্র নিরাপত্তা

আলীকদম প্রতিনিধি:

আগামীকাল সোমবার (১৮ মার্চ) উপজেলা পরিষদের পঞ্চম সাধারণ নির্বাচনের দ্বিতীয় ধাপে আলীকদম উপজলায় নির্বাচন। ২৯ হাজার ৮৪ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এরমধ্যে নারী ভোটার ১৪ হাজার ৪শ’ ৫১ জন ও পুরুষ ভোটার ১৪ হাজার ৬শ’ ৩৩ জন।

নির্বাচন অফিস সূত্রে জানা গেছে, পার্বত্য তিন জেলার উপজেলাগুলোতে নির্বাচনী আইন-শৃঙ্খলা রক্ষার দায়িত্বে অন্যান্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সেনাবাহিনীও থাকছে। সে ধারাবাহিকতায় আলীকদমের ভোটের দিন নিচ্ছিদ্র নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে।

আলীকদমে চেয়ারম্যান পদে ২জন, ভাইস চেয়ারম্যান পদে ৩জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৩জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। মোট ২০টি কেন্দ্রে ৮১ টি বুথে ভোটগ্রহণ চলবে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত।

বিএনপি-জামায়াত এ নির্বাচন বয়কট করলেও আলীকদম উপজেলায় বর্তমান চেয়ারম্যান ও বিএনপি নেতা আবুল কালাম দলীয় সিদ্ধান্ত অমান্য করে নির্বাচনী লড়াইয়ে মাঠে নেমেছেন। এর জেরে তাকে দল থেকে প্রাথমিক সদস্য পদসহ বহিস্কার করা হয়েছে।

অপরদিকে, আওয়ামী লীগ মনোনীত প্রার্থী জামাল উদ্দিন মাঠ জমিয়ে চষে বেড়িয়েছেন এ প্রতিদ্বন্দ্বি প্রার্থীর বিরুদ্ধে।

ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান কাইনথপ ম্রারা, আওয়ামী লীগ নেতা কফিল উদ্দিন বিএসসি ও স্বেচ্ছাসেবক লীগ থেকে বহিস্কৃত নেতা সজিব কামাল এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে বর্তমান ভাইস চেয়ারম্যান শিরিনা আক্তার, মহিলা লীগ নেত্রী ব্যারী মার্মা ও এনুচা মার্মা প্রতিদ্বন্দ্বিতা করছেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: আলীকদমে উপজেলা পরিষদ নির্বাচন আগামীকাল, নিচ্ছিদ্র নিরাপত্তা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন