আমরা চোর না, আমরা বীরের জাতি: ওবায়দুল কাদের

khader-pic

কক্সবাজার প্রতিনিধি:

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের আওয়ামী লীগ কর্মীদের উদ্দেশ্যে বলেছেন, নেতাদের নয় খুশি করতে হবে জনগণকে। জনকল্যানে কাজ করতে হবে আওয়ামী লীগ নেতাকর্মীদের। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রমান করে দিয়েছেন, আমরা চোর না, আমরা বীরের জাতি। নিজস্ব অর্থের ৩০ হাজার কোটি টাকার পদ্মা সেতুর কাজ আজ স্বপ্ন নয়, দৃশ্যমান। শতভাগ স্বচ্ছতার মাধ্যমে কাজ শুরু হয়েছে এবং শতভাগ স্বচ্ছতার মধ্য দিয়ে আগামী বছরের ডিসেম্বর মাসে এ সেতুর কাজ শেষ হবে।

শনিবার সন্ধ্যায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন।

মন্ত্রী দলের নেতাকর্মীদের আগামী ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার পাশপাশি সাধারণ মানুষের সাথে ভাল ব্যবহার করার আহ্বান জানান।

কক্সবাজার শহরের বীর শ্রেষ্ঠ রুহুল আমীন স্টেডিয়ামে জেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট সিরাজুল মোস্তাফার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুবুল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক একেএম এনামুল হক শামীম।

এতে অন্যান্যের মধ্যে আওয়ামী লীগের উপপ্রচার সম্পাদক আমীনুল ইসলাম আমীন, উপ দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, চট্টগ্রাম দক্ষিন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক মাহাফুজুল হায়দার চৌধুরী রোটন বক্তব্য রাখেন।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের বিভিন্ন ইউনিটের দশ হাজার নেতা কর্মী যোগ দেয় সমাবেশে। এর আগে সাংগঠনিক প্রতিবেদন পেশ করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান। সমাবেশে ওবায়দুল কাদের বলেন, শতভাগ স্বচ্ছতার সাথে ২০১৮ সালের ডিসেম্বরে শেষ হবে স্বপ্নের পদ্মা সেতু নির্মানের কাজ। প্রতিনিধি সমাবেশ শেষে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন