আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার: কংজরী চৌধুরী

মানিকছড়ি প্রতিনিধি:

সরকার একযোগে ২৬ হাজার প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণের আওতায় এনেছে। চলতি বছরেই আরও কিছু শিক্ষককে জাতীয়করণে সরকার আন্তরিক। শিক্ষকদের জাতীয়করণের পাশাপাশি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করতে কাজ করছে সরকার।

বৃহস্পতিবার(১৫ মার্চ) বিকাল ৪টায় মানিকছড়ির ‘গবামারা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবন উদ্বোধনে প্রধান অতিথির বক্তব্যে পার্বত্য খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী এসব কথা বলেন।

গবামার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো. হাফিজুর রহমান এর সভাপতিত্বে, প্রধান শিক্ষক মো. আবুল কালাম আজাদ এর স্বাগত বক্তব্যে এবং যুবলীগ নেতা সামায়উন ফরাজীর সঞ্চলনায় অনুষ্ঠিত ভবন উদ্বোধন ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, জেলা পরিষদ সদস্য এম.এ. জব্বার, উপজেলা নির্বাহী অফিসার(ভারপ্রাপ্ত) রুবাইয়া আফরোজ, ইউপি চেয়ারম্যান মো. শফিকুর রহমান ফারুক, উপজেলা শিক্ষা অফিসার মো. এনায়েত উল্লাহ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সভাপতি প্রেসক্লাব মো. মাঈন উদ্দীন, উপজেলা প্রকৌশলী মো. জাকির হোসেন, অফিসার ইনচার্জ মুহাম্মদ রশীদ প্রমুখ।

সভায় অতিথিরা বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভবিষৎ ভেবে কাজ করেন। তাই দেশের অবহেলিত শিক্ষাপ্রতিষ্ঠান ও শিক্ষক সমাজকে মূল্যায়ণ করেছেন। তৃণমূলে শিক্ষা প্রতিষ্ঠানের অবকাঠামো উন্নয়নের পাশাপাশি প্রতিষ্ঠান সরকারিকরণে আন্তরিকতা দেখিয়েছেন। তাই আবারও আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনতে শেখ হাসিনাকে ভোট দিয়ে বিজয়ী করতে অভিভাবকদের আন্তরিকতা প্রয়োজন।

সভা শুরুর আগে সকল অতিথিদের উপস্থিতিতে প্রধান অতিথি ফিতা কেটে ভবন উদ্বোধন করেন।

উল্লেখ্য, সম্প্রতি স্থানীয় সরকার প্রকৌশলী(এজিইডি)’র মাধ্যমে ৬৫ লক্ষ টাকা ব্যয়ে নতুন ভবন নির্মাণ করেন সরকার। এটি ১৯৯৬ সালে প্রতিষ্ঠিত এবং এ সরকারের আমলে জাতীয়করণভুক্ত প্রতিষ্ঠান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন