অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে সকল ধর্মালম্বীদের আন্তরিক হতে হবে- মো. ইলিয়াছ এমপি

পেকুয়া প্রতিনিধি :
পেকুয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে আনন্দ উচ্ছাসে রাখাইন সম্প্রদায়ের দিন ব্যাপী সাংগ্রেং পোয়ে বা জলকেলী উৎসব সম্পন্ন হয়েছে। পেকুয়া উপজেলার বারবাকিয়া ইউনিয়নের রাখাইন পল্লীতে অনুষ্টিত হয়েছে এ উৎসবের আমেজ লক্ষ্য করা গেছে। বাংলা নববর্ষ উপলেক্ষে রাখাইন যুব সমাজের উদ্দ্যোগে আয়োজিত জলকেলী অনুষ্টানে নিমগ্ন রাখাইন তরুন-তরুনীরা অনন্দে মেতে উঠেছিল।অতিতের সকল বেথা-বেদনা, হিংসা, বিদ্বেষ, নিন্দা, গ্লানি ভুলে গিয়ে ভ্রাতিৃত্ববোধের মাধ্যমে ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই এ উৎসবের মূল লক্ষ্য।

১৭ এপ্রিল রবিবার বিকাল ৩টায় রাখাইন পল্লীতে অং তো চিং রাখাইনের সভাপতিত্বে অনুষ্টিত সাংগ্রেং পোয়ে বা জলকেলী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজার-১ চকরিয়া-পেকুয়া আসনের সংসদ সদস্য হাজী মো. ইলিয়াছ এমপি বলেন, ধর্ম যার যার রাষ্ট্র সবার। সেই চিন্তা চেতনা নীতি আদর্শের বাস্তব প্রতিফলনে অসাম্প্রদায়িক সমাজ বিনির্মান অপরিহার্য। আর অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানে সকল ধর্মালম্ভীদের স্ব স্ব ধর্মীয় অনুশাসনের প্রতি আন্তরিক হতে হবে।

এতে বিশেষ অতিথি ছিলেন, পেকুয়া থানা অফিসার ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূইয়া, বারবাকিয়া ইউনিয়ন পরিষদের দুইবার নির্বাচিত চেয়ারম্যান আল্হাজ¦ এইচ এম বদিউল আলম জিহাদী, পেকুয়া উপজেলা জতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি এম. দিদারুল করিম, পেকুয়া উপজেলা জাতীয পার্টির সাধারণ সম্পাদক এম. জাহাঙ্গীর আলম, চকরিয়া পৌর জাতীয় পার্টির সভাপতি জসিম উদ্দিন, পেকুয়া উপজেলা রাখাইন সমিতির সহ-সভাপতি অং চিং তোয়া, সমাজ সেবক ও শিক্ষানুরাগী মাশুক আহমদ, শহিদুল ইসলাম ওয়ারেছী, মোঃ শহিদ উল্লাহ, সাহাব উদ্দিন, ক্ষুদ্র-নৃ গোষ্টির পেকুয়া প্রতিনিধি ও কৃষক লীগ বারবাকিয়া ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আলহারি রাখাইন, জাপা নেতা হোছাইন শহিদ সাইফুল্লাহ, আব্দুল খালেক, মমতাজ উদ্দিন, জাতীয় ছাত্র সমাজ পেকুয়া উপজেলা শাখার সভাপতি আজিজুর রহমান, সাধারণ সম্পাদক ইফতেখাইরুল ইসলাম জুয়েল, মাতামহুরী সাংগঠনিক উপজেলা জাতীয় যুব সংহতির সভাপতি মোঃ মানিক, পেকুয়া উপজেলা জাতীয় যুব সংহতির নেতা মনজুর আলম, বারবাকিয়া ইউপি সদস্য জাহাঙ্গীর আলম, শিলখালী ইউনিয়ন যুব লীগ নেতা ফরিদুল আলম ও সংসদ সদস্যের ব্যাক্তিগত সচিব নাজিম উদ্দিন প্রমূখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন