সাড়ে সাত শতাধিক পর্যটক নিয়ে আটকা পড়া জাহাজের যাত্রীদের উদ্ধার

নিজস্ব প্রতিবেদক:

কক্সবাজারের টেকনাফ থেকে সেন্টমার্টিন যাওয়ার পথে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল সাড়ে সাতশত যাত্রী নিয়ে সাগরের ডুবোচরে আটকা পড়া যাত্রীদের উদ্ধার করা হয়েছে। বুধবার বেলা ১২টার দিকে টেকনাফের সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরের ডুবোচরে জাহাজটি আটকে যায়।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ বিষয়টি নিশ্চিত করেছে। তিনি বলেন, বিকেল সাড়ে ৪টার আগে জাহাজে থাকা পর্যটকদের স্থানীয় জেলেদের ট্রলার ও স্প্রিডবোটে করে কূলে নিয়ে আসা হয়েছে।

ওসি মজিদ আরও বলেন, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে সাড়ে সাতশত যাত্রী নিয়ে পর্যটকবাহী জাহাজ এলসিটি কাজল টেকনাফ থেকে রওনা দেয়। বেলা ১২টার দিকে জাহাজটি সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি সাগরের ডুবোচরে আটকা পড়ে। এসময় সাগরে ভাটা হওয়ায় ডুবোচরে জাহাজটি আটকা পড়েছে। তাছাড়া জাহাজটিতে ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী পরিবহনেরও অভিযোগ উঠেছে। খবর পেয়ে জাহাজ কর্তৃপক্ষ ও স্থানীয়রা সাগরে আটকে থাকা পর্যটকদের জেলেদের ট্রলার ও স্প্রিডবোটে করে কূলে নিয়ে আসে। তবে জাহাজটি বিকাল সাড়ে ৩টা পর্যন্ত সেখানে আটকা ছিল। সাগরে জোয়ারের সময় হলে জাহাজটিকে সরিয়ে আনা সম্ভব হবে বলেও জানান তিনি।

মজিদ জানান, জাহাজটিতে অতিরিক্ত যাত্রী বহনের বিষয়টির খোঁজ-খবর নিয়ে সত্যতা পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।

এ ব্যাপারে এলসিটি কাজল এর ব্যাবস্থাপক আব্দুর রহিমের সাথে মুঠোফোনে যোগযোগ করা হলে বন্ধ পাওয়া যায়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন