রাঙামাটিতে নোংরা পরিবেশে খাবার উৎপাদনের বিরুদ্ধে ভ্রাম্যমান আদালতের অভিযান

নিজস্ব প্রতিনিধি:

নোংরা পরিবেশে খাবার উৎপাদনের দায়ে রাঙামাটি শহরের ভেদভেদী এলাকায় দু’টি বেকারীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। সোমবার (২এপ্রিল) সন্ধ্যায় অভিযান পরিচালনা করে এ অর্থদন্ড দেয়া হয়।

ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট পল্লব হোম দাশ।

নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় জেলা শহরের ভেদভেদী এলাকার চিশতিয়া বেকারীকে ১৫হাজার টাকা এবং সুমন বেকারীকে ১০হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়েছে।

এ বিষয়ে ম্যাজিস্ট্রেট পল্লব জানান, নোংরা পরিবেশে খাবার উৎপাদন করায় তাদের প্রাথমিক ভাবে অর্থদন্ড দিয়ে সতর্ক করা হয়েছে।

তিনি বলেন, নোংরা পরিবেশে খাবার উৎপাদনের কারণে মানুষ নানা ভাবে অসুস্থ হয়ে পড়ছে। মানুষের স্বাস্থ্যর কথা ভেবে জেলা প্রশাসন এ অভিযান অব্যাহত রেখেছে এবং জনসচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে বলে এ ম্যাজিস্ট্রেট জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন