মানিকছড়িতে ঐতিহ্যবাহী বুদ্ধ মেলার ৬৩তম আসর কাল

মানিকছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলার প্রবেশদার মানিকছড়ি উপজেলার ঐতিহ্যবাহী মং রাজবাড়ীর আবাস্থল রাজ জেতবন বুদ্ধ বিহারে আগামীকাল দিনব্যাপী বিহার প্রাঙ্গনে বুদ্ধ মেলা অনুষ্ঠিত হবে।

শুক্রবার (৩ নভেম্বর) দিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে রয়েছে ভোর বেলা বুদ্ধ পতাকা উত্তোলন, বুদ্ধ পূজা, পুষ্প পূজা, প্রদীপ পূজা, পঞ্চশীল গ্রহণ, সন্ধা ফানোস বাতি উড়িয়ে দিনব্যাপী অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটবে বলে জানিয়েছেন মেলা উদযাপন কামিটি।

অনুসন্ধানে জানা গেছে, মং রাজা মম্প্রুসাইন আমলে ১৯৫৪ সালে গুইমারা উপজেলায় সেংগুলি পাড়া নামক স্থান থেকে রাজা নিজ হাতে নিয়ে এসে পঞ্চ বুদ্ধ নামে মুর্তিটি স্থাপন করেন। তখন থেকে প্রতি বছর কার্তিক পূর্ণিমাতে বুদ্ধ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে। এতে তিন পার্বত্য জেলা থেকে হাজার হাজার বুদ্ধ ধর্মাবলম্বীসহ সকলধর্মের মানুষের সমাগমে মিলন মেলায় পরিণত হয় রাজবাড়ী প্রাঙ্গন।

এছাড়া মেলার সকল প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা । এ ব্যাপারে মানিকছড়ি থানার পুলিশ পরিদর্শক(তদন্ত) মো. তালাত মাহমুদ বলেন, মেলায় আইন শৃঙ্খলা বাহিনীর কড়া নজরদারীসহ সব ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকবে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন