মহেশখালীতে জাতীয় শিশু দিবস উদযাপন

মহেশখালী প্রতিনিধি:

মহেশখালীতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৯ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস উদযাপিত হয়েছে।

শনিবার (১৭ মার্চ) সকাল ৯ টায় মহেশখালী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহনে এক বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহেশখালী কুতুবদিয়া সাংসদ আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি।
এসময় বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এম আজিজুর রহমার বিএ, উপজেলা সহকারী কমিশনার (ভ‚মি) মারুফ হাসান, মহেশখালী থানার অফিসার ইন-চার্জ প্রদীপ কুমার দাশ, পৌর মেয়র আলহাজ্ব মকছুদ মিয়া, জেলা আওয়ামীলীতের উপদেষ্টা ডা. নুরুল আমিন।

পরে র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে উপজেলা পরিষদ প্রাঙ্গনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে সভাপতিত্ব করেন মহেশখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের ছাত্র মুশফিকুর আরহাম রাফি, এসময় বঙ্গবন্ধুর জীবনি নিয়ে বক্তব্য রাখেন ছাত্র মাসুদ আহমেদ আশফাক, আইল্যান্ড হাই স্কুলের মো. সাঈদী, মশিউর রহমান, মহেশখালী মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রী নওশীন আনজুমান রাফা, গোরকঘাটা উচ্চ বিদ্যালয়ের তানিয়া সোলতানা রিয়া।

পরে সকাল ১১ টায় উপজেলা মিলনায়তনে উপস্থিত বক্তব্য, রচনা ও চিত্রাংকন প্রতিযোগিতায় অংশ গ্রহন করে বেশ কয়েকটি স্কুল।

মাধ্যমিক পর্যায়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেন মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী পুষ্পা দে, ২য় মোঃ ইব্রাহীম, ৩য় মাসুক হোসেন, চিত্রাংকন প্রতিযোগিতায় প্রথম হয়েছেন মহেশখালী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী জন্নাতুল আফিফা, ২য় নাজিম উদ্দিন, ৩য় মো. শাকিল। বক্তিতায় প্রথম হয়েছেন হুজ্জাতুল ইসলাম, ২য় তামিম ছিদ্দিক অনিক, ৩য় সুমাইয়া, চিত্রাংকন প্রাথমিকে পর্যায়ে ১ম হয়েছেন পিয়াল মামা, ২য় সাবিহা নূর, ৩য় নওশিন আনজুমা রাফা, রচনা প্রতিযোগিতা ১ম আফরু হাবিবা সয়ান, ২য় সামিহা তামিম সামি, ৩য় মোবারক হোসেন।

প্রধান অতিথি বলেন বঙ্গবন্ধু দেশের জন্য ১৭ বার জেলে ছিলেন। এদেশের মুক্তিকামী মানুষের অধিকার আদায়ে নিজের জীবন দিয়ে বুঝিয়ে দিয়েছেন তিনি কতটা দেশ প্রেমিক ছিলেন। তরুন প্রজন্মের ছাত্র-ছাত্রীরা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার কাজে নিজেদের দক্ষ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।

 

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন