বাঘাইড়িতে আবারো ১৪৪ ধারা ভেঙে কিয়াং নির্মাণ চেষ্টা: পুলিশের এসআই আহত: ফাঁকা গুলি

Untitled-1

পার্বত্যনিউজ রিপোর্ট:

আবারো প্রশাসনের জারী করা ১৪৪ ধারা ভেঙে সরকারী রিজার্ভ ফরেস্টে অবৈধভাবে মন্দির নির্মাণের চেষ্টা চালিয়েছে উপজাতীয়রা। বাঘাইছড়ি উপজেলার বঙ্গলতলী ইউনিয়নের দুইটিলা এলাকায় আজ সকাল সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

 

পার্বত্যনিউজের সাজেক থানা প্রতিনিধি জানিয়েছেন, আজ সকাল সাড়ে সাতটার দিকে একদল পাহাড়ী ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের জারী করা ১৪৪ ধারা ভেঙে বাঘাইছড়ির দুইটিলা এলাকায় প্রবেশ করে। সেখানে রিজার্ভ ফরেস্টের বিরোধিত জমিতে পুনরায় কিয়াং নির্মাণের চেষ্টা চালায়। তারা একটি রেডিমেট ঘর নিয়ে এসে স্থাপন করার চেষ্টা করে। এ সময় ঘটনাস্থলে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাদের বাঁধা প্রদান করলে তাদের সাথে ধাক্কাধাক্কি ও ধস্তাধস্তি শুরু হয়। এসময় তারা দায়িত্বরত পুলিশের এসআইকে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এ ঘটনায় পুলিশের এসআই তোফাজ্জল হোসেন আহত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়া উপক্রম হলে পুলিশ সদস্যরা ৯ রাউন্ড ফাঁকা গুলি ছোঁড়ে। এতে আগত পাহাড়ীরা সরে গিয়ে ঘটনাস্থলের অনতিদুরে অবস্থান নিয়েছে বলে জানা গেছে।

ঘটনাস্থলে এখনো উত্তেজনা বিরাজ করছে। বাঘাইছড়ি থেকে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। ঘটনাস্থলের আশেপাশে সেনাটহল বৃদ্ধি করা হয়েছে। স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা, ফরেস্টের রেঞ্জ কর্মকর্তা সুধাংশু রঞ্জন দাসসহ উর্দ্ধতন অফিসিয়ালসরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

সেনাবাহিনীর বাঘাইহাট জোন কমান্ডার লে. ক. রশিদ পার্বত্যনিউজকে ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, প্রশাসনের অনুরোধে সেনাবাহিনীর টহল বৃদ্ধি করা হয়েছে।

উল্লেখ্য, গত ২৮ এপ্রিল দুই টিলা এলাকার রিজার্ভ ফরেস্টে রাঙমাটি রাজবন বিহারের বনভান্তের নির্দেশে একদল পাহাড়ী অবৈধভাবে কিয়াং নির্মাণ শুরু করে। এতে পুলিশ বাঁধা দিলে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। প্রশাসন ঘটনাস্থলে ১৪৪ ধারা জারী করে। পাহাড়ীরাও অবরোধ ডাকে। এ ঘটনায় স্থানীয় বন কর্মকর্তা বাঘাইছড়ির থানায় মামলা দায়ের করে। পরে পরিস্থিতি নিয়ে দিঘীনালা উপজেলা কমপ্লেক্সে দুইপক্ষের মধ্যে সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। খাগড়াছড়ির এমপি কুজেন্দ্রলাল ত্রিপুরাসহ পাহাড়ী নেতৃবৃন্দ এ সমন্বয় সভায় উপস্থিত ছিলেন। সভায় সরকার পক্ষ থেকে পাহাড়ীদের বনবিভাগ থেকে অনুমতি নিয়ে এসে মন্দির নির্মাণের আহ্বান জানালেও পাহাড়ীরা তাদের পূর্ববত অবস্থানে বহাল থাকে।

– ফাইল ছবি

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ১৪৪ ধারা, কিয়াং, বাঘাইছড়ি
Facebook Comment

One Reply to “বাঘাইড়িতে আবারো ১৪৪ ধারা ভেঙে কিয়াং নির্মাণ চেষ্টা: পুলিশের এসআই আহত: ফাঁকা গুলি”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন