পেকুয়ায় ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ সম্পন্ন

unnamed final

নিজস্ব প্রতিনিধি:
পেকুয়ায় দু’দিন ব্যাপি ডিজিটাল মেলা ও ইন্টারনেট সপ্তাহ-১৫ এর সমাপনী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। এ উপলক্ষে গত বৃহস্পতিবার সকাল থেকে রাত ৮টা পর্যন্ত এ মেলা সর্ব সাধারণের জন্য উম্মক্ত ছিল।

উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, ব্যাংক, এনজিওসহ সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান এ মেলায় অংশ নেয়। সর্ব মোট ১৬টি স্টল এ মেলায় স্থান পেয়েছে।

এদের মধ্যে যথাক্রমে পেকুয়া বালিকা উচ্চ বিদ্যালয়, একটি বাড়ি একটি খামার প্রকল্প, প্রাথমিক শিক্ষা অফিস পেকুয়া, জে.এস. কম্পিউটার প্রশিক্ষণ ইনষ্টিটিউট, পেকুয়া মডেল জি এম সি ইনষ্টিটিউশন, একলাব, ব্র্যাক ওয়াশ, ব্র্যাক মাইগ্রেশন, উপজেলা এলজিইডি, ইসলামী ব্যাংক পেকুয়া শাখা, জনতা ব্যাংক পেকুয়া শাখা, সু-চিন্তা ফাউন্ডেশন, ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্র রাজাখালী ও উজানটিয়া।

এদিকে সমাপনী দিন হিসেবে গতকাল শুক্রবার বিকাল ৩টায় পেকুয়া জিএমসি ইনষ্টিটিউশন এলাকায় এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়।

উজানটিয়া ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম চৌধুরী এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান অধ্যাপক নুরুজ্জামান মন্জু

পেকুয়া জি এম সি ইনষ্টিটিউশনের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এনামুল হক চৌধুরী এর পরিচালনায় এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মারুফুর রশিদ খান,

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আ.ক.ম সাহাব উদ্দিন ফরায়েজী, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ হাসান মুরাদ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহফুজুর রহমান।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা এইচ এম মনিরুজ্জামান রব্বানী, জনতা ব্যাংক পেকুয়া শাখার ম্যানেজার আছিফ হাসান, একলাব উপজেলা ম্যানেজার জাহেদুল আলম, বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির পেকুয়া শাখার সভাপতি হানিফ চৌধুরী, পেকুয়া জি. এম. সি ইনষ্টিটিউশনের সিনিয়র শিক্ষক ও জে. এস. কম্পিউটার প্রশিক্ষণ ইনষ্টিটিউট এর পরিচালক মোঃ জাহাঙ্গীর আলম ও বাংলাদেশ সু-চিন্তা ফাউন্ডেশনের পেকুয়া উপজেলা শাখার আহবায়ক এড. রাশেদুল কবির প্রমূখ।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সেক্রেটারী মাস্টার নাছিরউদ্দিন, ব্র্যাক ওয়াশ ম্যানেজার এমাম উদ্দিন, ব্র্যাক মাইগ্রেশন সুপার ভাইজার তফছিরসহ বিভিন্ন বিদ্যালয়ে শিক্ষক এবং ছাত্রছাত্রীরা।

ডিজিটাল মেলা ঘুরে দেখা যায় জাওদাত রহমান রোজা নামের একটি শিশু মেলায় ল্যাপটপ ওপেন করে ইন্টারনেট এম এস ওযার্ডসহ শিশুতোষ বিভিন্ন ধরণের সফটওয়্যার চালিয়ে মেলায় চমক দেখান আগত দর্শকদেরকে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন