চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ


চকরিয়া প্রতিনিধি:
কক্সবাজারের চকরিয়ায় বন্যা দুর্গত হতদরিদ্র ক্ষতিগ্রস্থ দুই শতাধিক পরিবারের মাঝে চকরিয়া প্রেস ক্লাবের উদ্যোগে ত্রাণ বিতরণ করা হয়েছে। বন্যাদুর্গত এলাকায় পানি বন্দি ও অতিক্ষতিগ্রস্ত এলাকা সমূহে শুক্রবার সকাল থেকে চকরিয়া প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করেন।

উপজেলার বিএম চর ইউনিয়নের বেতুয়া ছৈনাম্মার ঘোনা,হাসি সিকদার পাড়া, দক্ষিণ বহদ্দার কাটা, দিয়ার চর, ডেমুশিয়া, কোনাখালী লতাবনিয়া পাড়া, পূর্ব বড় ভেওলার ঈদমনি, পৌরসভার দিগরপানখালী, কাহারিয়া ঘোনা, হালকাকারা, কৈয়ারবিল বানিয়ার কুম, কোচপাড়া, নামার চিরিংগা, ভাংগারমূখসহ বিভিন্ন এলাকায় কয়েকশ মানুষের মাঝে ত্রাণের চাউল, পিয়াজ, ডাল, খাবার স্যালাইনসহ ত্রাণ সামগ্রী তুলে দেয়া হয়।

চকরিয়া প্রেস ক্লাবের সভাপতি আবদুল মজিদ, সাধারণ সম্পাদক ছোটন কান্তি নাথের নেতৃত্বে ত্রাণ বিতরণে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, চকরিয়া প্রেস ক্লাবের সিনিয়র সহ সভাপতি রফিক আহমদ, সহ- সভাপতি জহিরুল আলম সাগর, সাংবাদিক আলী হোসেন, শাহ মোহাম্মদ জাহেদ, সাবেক সহ-সাধারণ সম্পাদক এম রায়হান চৌধুরী, বর্তমান সহ-সাধারণ সম্পাদক মুকুল কান্তি দাশ, অর্থ সম্পাদক একেএম বেলাল উদ্দিন, নির্বাহী সদস্য এম মনছুর আলম, এম নুরুদ্দোজা জনি,অলি উল্লাহ রনি ও আবুল হোসেন,সদস্য সাঈদী আকবর ফয়সাল, আবদুল করিম বিটুসহ প্রমুখ উপস্থিত ছিলেন।

‘বন্যার্ত ও ক্ষতিগ্রস্থ দিকে মানবিকতার হাত বাড়িয়ে দিন’ এ স্লোগান নিয়ে প্রেস ক্লাবের সদস্যরা নিজেদের ব্যাক্তি উদ্যোগে বন্যার্তদের পাশে দাঁড়ান বলে জানিয়েছেন ক্লাব কর্তৃপক্ষ।

ত্রাণ বিতরণোত্তর এক সভায় প্রেস ক্লাবের নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন, টানা ভারিবর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢলের বন্যায় চকরিয়ায় ১৮ ইউনিয়ন ও এক পৌরসভায় বানের পানি ডুকে  মানবিক বিপর্যয় হয়েছে। পানি বন্দি অবস্থায় অর্ধহারে অনাহারে জীবন যাপন করছে। এতে বন্যার্ত মানুষের আহাজারী চলছে পাড়ায় মহল্লায়। এমতাবস্থায় চকরিয়ায় বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য এলাকার বিত্তবানদের নিকট আহবান জানান চকরিয়ার সাংবাদিক মহল

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন