খিজারী উৎসবকে ঘিরে চলছে নানা আয়োজন

রামু প্রতিনিধি:

রামুতে খিজারী উৎসবকে ঘিরে বর্ণিল রূপে সাজছে বিদ্যালয় ক্যাম্পাস। রামু স্টেডিয়ামে চলছে ৮০ ফুট দীর্ঘ মঞ্চ এবং প্যান্ডেল নির্মাণ কাজ। উৎসবে বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী ছাড়াও প্রাক্তন শিক্ষার্থীরাও অংশ নিচ্ছেন। এরফলে এটি বর্তমান এবং প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় রুপ নেবে।

জেলার ঐতিহ্যবাহি ও প্রাচীন বিদ্যাপীঠ রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় সরকারিকরণ হওয়ায় এ উৎসব আয়োজন করা হচ্ছে। আগামী শনিবার (২৮ এপ্রিল) বিকাল ৩টায় রামু স্টেডিয়ামে কাংখিত বর্ণাঢ্য খিজারী উৎসব অনুষ্ঠিত হবে।

খিজারী উৎসবে প্রধান অতিথি থাকবেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা এইচ. টি ইমাম। উদ্বোধক থাকবেন বন ও পরিবেশ মন্ত্রণালয় সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক মন্ত্রী ড. হাছান মাহমুদ এমপি। অনুষ্ঠানের সভাপতিত্ব করবেন, রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

রামু খিজারী আদর্শ উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল জানিয়েছেন, এ বিদ্যালয় সরকারিকরণ ছিলো রামুবাসীর প্রাণের দাবি। বঙ্গবন্ধু কন্যা এ দাবি পূরন করেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির সফল বাস্তবায়নের এ আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেয়ার লক্ষ্যেই এ উৎসব আয়োজন করা হচ্ছে।

সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল বুধবার (২৫ এপ্রিল) বিকালে রামু স্টেডিয়ামে উৎসব মঞ্চ নির্মাণসহ সার্বিক প্রস্তুতিমূলক কাজ পরিদর্শন করেছেন। এসময় কক্সবাজার জেলা আওয়ামী লীগেরসহ সভাপতি জাফর আলম চৌধুরী, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম, খিজারী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক রাজু বড়ুয়া, রামু উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক রেফারি সুবীর বড়–য়া বুলু, আওয়ামী লীগ নেতা মাস্টার ফরিদ আহমদ, নুরুল হক, রামু উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়–য়া, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোজাফ্ফর আহমদ হেলালী, সংস্কৃতিকর্মী ইসকান্দর মীর্জা, জেলা স্বেচ্ছাসেবকলীগ নেতা মিজানুর রহমান, সাংবাদিক সোয়েব সাঈদ, আল মাহমুদ ভূট্টো, রামু উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম  সাধারণ সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, শিক্ষক সিপন বড়–য়া, স্বেচ্ছাসেবকলীগ নেতা আজিজুল হক, উপজেলা বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি একেরামুল হক ইয়াছিন এবং মৈত্রী ২ এর সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

রামু খিজারী সরকারি আদর্শ উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম জানিয়েছেন, উৎসব মঞ্চে গান পরিবেশন করবেন কোনাল, তৃষাসহ দেশসেরা শিল্পীরা। এছাড়া স্থানীয় শিল্পী, বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের পরিবেশনায় থাকবে সাংস্কৃতিক অনুষ্ঠান ও নাটক। উৎসবে আনন্দ র‌্যালি, অতিথি বরণ, বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পরিবেশনায় ডিসপ্লে, ম্যাগাজিন অনুষ্ঠান খিজারীর আলো, মুক্তিযুদ্ধ ভিত্তিক নাটক সূর্য উঠেছে পরিবেশিত হবে।

খিজারী উৎসব উদযাপন পরিষদের আহ্বায়ক রাজু বড়–য়া জানিয়েছেন, উৎসবকে ঘিরে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ পুরো রামুজুড়ে চলছে উৎসবমুখর পরিবেশ। উৎসবে অংশ নিতে ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্নস্থানে বসবাসরত প্রাক্তন শিক্ষার্থীরাও রামুতে আসতে শুরু করেছে। তিনি এ উৎসবে অংশ নিতে আমন্ত্রিত অতিথি, বিদ্যালয়ের সকল প্রাক্তন শিক্ষার্থী, বর্তমান ছাত্র-ছাত্রী, অভিভাবকসহ সকলের প্রতি অনুরোধ জানিয়েছেন।

উৎসবে খিজারীয়ান, বিদ্যালয় পরিচালনা কমিটি ও শিক্ষক মণ্ডলির পক্ষ থেকে সকলের উপস্থিতি কামনা করেছেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মফিজুল ইসলাম।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন