বাইশারীতে যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বাইশারী প্রতিনিধি:

বর্ণাঢ্য আয়োজনে ও কেক কেটে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে ইউনিয়ন যুবলীগের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১৭ নভেম্বর) দুপুর ২টায় বাইশারী বাজার চত্বরে যুবলীগের পতাকা ও জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইশারী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. আবুল কালাম।

পবিত্র কোরআন তেলাওয়াত ও ত্রিপিটক পাঠের মাধ্যমে শুরু হওয়া অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ফাহিম ইকবাল খাইরু।

ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক নুরুল আলমের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক মো. শফিউল্লাহ।

তিনি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার স্বার্থে নৌকা মার্কায় ভোট দিয়ে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে পার্বত্য বীর বাবু বীর বাহাদুরকে ৬ষ্ঠ বারের মত নির্বাচিত করার আহ্বান জানান। তিনি আরও বলেন, আগামী একাদশ সংসদ নির্বাচনে যুবলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল নেতাকর্মীদের মতবিরোধ ভূলে সকল বৈরী ষড়যন্ত্রের বিরুদ্ধে এক হওয়ারও আহ্বান জানান।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বান্দরবান পার্বত্য জেলা পরিষদ ক্যানেওয়ান চাক, জেলা যুবলীগের আহবায়ক মো. হোসেন, যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক চৌধুরী, পৌর যুবলীগ সভাপতি আকবর হোসেন, জেলা যুবলীগ সদস্য তমিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও ইউপি চেয়ারম্যান তসলিম ইকবাল চৌধুরী, সাধারণ সম্পাদক ইমরান মেম্বার, উপজেলা যুবলীগ সাধারন সম্পাদক আলী হোসেন মেম্বার, বাইশারী ইউপি চেয়ারম্যান মো. আলম কোম্পানী, ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর, সাধারণ সম্পাদক ডা. মংথোয়াইলা মার্মা, ধর্ম বিষয়ক সম্পাদক মৌলবী আব্দুল মান্নান, যুবলীগ সাংগঠনিক সম্পাদক নুরুল কবির রাশেদ প্রমুখ।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগ নেতা ফরিদুল আলম, নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়ন যুবলীগ সাংগঠনিক সম্পাদক, আনছারুল্লাহ, ছাত্রলীগ সাধারণ সম্পাদক উবাচিং মার্মা, ইউনিয়ন মহিলা নেত্রী নুরজাহান বেগম, স্বেচ্ছাসেবকলীগ সভাপতি বাবুল হোসেন, ছাত্রলীগ সভাপতি এসএনকে রিপন, প্রমুখ।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন