Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

কক্সবাজারে ৭ ইয়াবা পাচারকারীর ১০ বছরের সশ্রম কারাদণ্ড

 

কক্সবাজার প্রতিনিধি:

সাগর পথে ইয়াবা পাচারের দায়ে ৭ ইয়াবা পাচারকারীকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সেই সাথে প্রত্যেককে নগদ ১ হাজার টাকা অর্থদণ্ড দেয়া হয়েছে। অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে বিচারিক আদালত।

মঙ্গলবার(১৬ জানুয়ারি)  দুপুরে আদালতের বিচারক মোহাম্মদ ওসমান গণি এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্তরা হলেন, আবদুল জলিল, মুজিবুর রহমান, সাইদুল আমিন, মো. রফিক, আবদুল মালেক, মো. আয়াস ও মোহাম্মদ গণি। আসামি পক্ষে ছিলেন এডভোকেট মোহাম্মদ সেলিম উদ্দিন রাজু।

অপরদিকে রাষ্ট্রপক্ষে অংশ গ্রহণ করেন-কক্সবাজার সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোকতার আহমদ।

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৭ সালের ২৬ মার্চ ১ লাখ ২৮ হাজার ইয়াবাসহ বঙ্গোপসাগরের সেন্টমার্টিন ছেরাদ্বীপ থেকে ৭ মিয়ানমার নাগরিককে ট্রলারসহ আটক করে কোস্টগার্ড।

এ ঘটনায় কোস্টগার্ডের টেকনাফ স্টেশনের পেটি অফিসার মো. মোক্তার হোসেন বাদী হয়ে টেকনাফ থানায় মামলা করেন। মামলা নং-জিআর-২৪৭/১৭। (আদালতের মামলা নং-এসটি-৬৮১/১৭)।

তারা সকলেই মিয়ানমারের আকিয়াবের দেবাইন এলাকার বাসিন্দা। ওই মামলার স্বাক্ষ্য গ্রহণ শেষে আদালত এ রায় প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন