১০১ ট্রাক উপহার সামগ্রী নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে রামুবাসী

 

রামু প্রতিনিধি:

১০১ ট্রাক উপহার সামগ্রী নিয়ে রোহিঙ্গাদের পাশে দাঁড়াবে রামুবাসী। আগামী ৫ অক্টোবর আনুষ্ঠানিকভাবে এসব উপহার নির্যাতিত রোহিঙ্গা জনগোষ্ঠিকে প্রদান করা হবে। এ উপলক্ষ্যে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) সন্ধ্যায় রামু ওসমান ভবনে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, কক্সবাজার-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাইমুম সরওয়ার কমল।

কক্সবাজার জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরীর সভাপতিত্বে সভায় আলোচনায় অংশ নেন, রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সভাপতি রিয়াজ উল আলম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলী হোসেন, আওয়ামী লীগ নেতা মুক্তিযোদ্ধা ফরিদ আহমদ মাস্টার, জেলা পরিষদ সদস্য শামসুল আলম চেয়ারম্যান ও নুরুল হক, চাকমারকুল ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম সিকদার, ফতেখাঁরকুল ইউপি চেয়ারম্যান ফরিদুল আলম, জোয়ারিয়ানালা ইউপি চেয়ারম্যান কামাল শামসুদ্দিন আহমেদ প্রিন্স, গর্জনিয়া ইউপি চেয়ারম্যান সৈয়দ নজরুল ইসলাম, খুনিয়াপালং ইউপি চেয়ারম্যান আবদুল মাবুদ, কচ্ছপিয়া ইউপি চেয়ারম্যান আবু ইসমাইল মো. নোমান, রাজারকুল ইউপি চেয়ারম্যান মুফিজুর রহমান, দক্ষিণ মিঠাছড়ি ইউপি চেয়ারম্যান ইউনুচ ভূট্টো, ঈদগড় ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমদ ভূট্টো, কাউয়ারখোপ ইউপি চেয়ারম্যান মোস্তাক আহমদ, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক সাংবাদিক নীতিশ বড়ুয়া, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক তপন মল্লিক, যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, জেলা যুবলীগ নেতা পলক বড়ুয়া আপ্পু, আওয়ামী লীগ নেতা নুরুল হক, সৈয়দ মো. আবদু শুক্কুর প্রমুখ।

সভায় জানানো হয়েছে, সাংসদ সাইমুম সরওয়ার কমল ও উপজেলা চেয়ারম্যান রিয়াজ উল আলমের নেতৃত্বে মায়ানমারে রাখাইনদের বর্বরোচিত গণহত্যা ও নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা রোহিঙ্গাদের জন্য সম্মিলিতভাবে এসব উপহার দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন