১জনে চালান কুতুবদিয়া একাউন্টস অফিস

কুতুবদিয়া প্রতিনিধি:

কক্সবাজারের কুতুবদিয়া হিসাব রক্ষণ কার্যালয় চলছে একজন কর্মচারী দিয়ে। ৬টি পদ থাকলেও বছরের পর বছর খালী রয়েছে ৫টি পদ। ফলে উপজেলার প্রধান গুরুত্বপূর্ণ অফিসে ভোগান্তির শেষ নেই।

সংশ্লিষ্ট একাউন্টস অফিস সূত্রে জানা যায়, এ অফিসে ১জন হিসাব রক্ষণ কর্মকর্তা, ২জন অডিটর, ১জন জুনিয়র, ১জন কম্পিউটার অপারেটর ও ১জন অফিস সহায়ক পদ রয়েছে। মোট এ ৬টি পদের মধ্যে শুধু অডিটর পদে ১জন আছেন।  একাউন্টস অফিসার নেই প্রায় ৩ বছর ধরে। চকরিয়া উপজেলা প্রধান কর্মকর্তা (একাউন্টস অফিসার) অতিরিক্ত দায়িত্বে আছেন কুতুবদিয়ায়। তিনিও সপ্তাহে আসেন ১দিন বা কখনো ২ দিন।

দায়িত্বপূর্ণ একাউন্টস অফিসটিতে মাত্র ১ জন অডিটর যাবতীয় দায়িত্ব পালন করলেও বাকি ৪ পদের কোন হদিস নেই। যে কারণে কাজের স্তুপসহ সময়, ভোগান্তি সবই চরম আকার ধারণ করেছে। একাউন্টস অফিসে সরকারী, বেসরকারী সব দপ্তরের যাবতীয় বিল তৈরি, যাচাই-বাছাইসহ পাশ করানো পর্যন্ত পর্যাপ্ত কাজ করতে হয়। সেখানে রয়েছে মাত্র একজন কর্মচারী। অতিরিক্ত দায়িত্বে থাকা অফিসার প্রতিদিন না আসায় সময় মত বিল-বেতন তোলা সম্ভব হয়না বলেও সেবা প্রার্থীরা জানান।

উপজেলা একাউন্টস অফিসের অডিটর শাকের উল্লাহ বলেন, দীর্ঘ দিন ধরেই ৫জনের কাজ তাকে একাই করতে হচ্ছে। পদগুলো শূন্য থাকায় কাজের চাপ ক্রমশ বেড়েই যাচ্ছে। একা সব ধরনের কাজ যথাসময়ে সম্পন্ন করতে তাকে রাত-দিন পরিশ্রম করতে হয়। যে কারণে তিনি কখনো ছুটিও ভোগ করতে পারেননা বলেও জানান। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এ অফিসের শূন্য পদগুলো পূরণে তড়িৎ পদক্ষেপ নেবেন বলে ভুক্তভোগী দ্বীপবাসির প্রত্যাশা।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন