সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাটিরাঙ্গায় স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

26.03.2017-Matiranga News Pic

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা :

নানা কর্মসুচীর মধ্য দিয়ে যথাযোগ্য মর্যাদায় খাগড়াছড়ির মাটিরাঙ্গায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন করেছে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন। ভোর ৫টা ৫৭ মিনিটের সময় সুর্যোদয়ের সাথে সাথে মাটিরাঙ্গা কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পমাল্য অর্পনের পর শহীদদের আত্মার মাগফেরাত কামনায় এক মিনিট নিরবতা পালন করা হয় শহীদ বেদীতে।

ভোর ৫টা ৫৭ মিনিটের সময় পদস্থ বিভাগীয় কর্মকর্তাদের সাথে নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বি.এম মশিউর রহমান। এর পরপরই সহকর্মীদের সাথে নিয়ে শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান মাটিরাঙ্গা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার মো. মনছুর আলী। মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো: শামছুল হক পৌর পরিষদের কাউন্সিলরদের সাথে নিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। এর পরপরই অন্যান্য কর্মকর্তাদের সাথে নিয়ে শহীদ মিনারে পুস্পমাল্য অর্পণ করেন মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।

এরপরপরই মাটিরাঙ্গা উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির পক্ষে কমিটির সভাপতি মো. আবদুর রহিম মেম্বার, মাটিরাঙ্গা সদর ইউনিয়নের পক্ষে চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা বাজার ব্যবসায়ী কমিটিসহ বিভিন্ন এনজিও প্রতিষ্ঠান, স্থানীয় সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন শহীদ মিনারে  পুস্পমাল্য অর্পন করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

ব্যাতিক্রমী পুস্পমাল্য দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায় মাটিরাঙ্গার সামাজিক সংগঠন বন্ধু জুনিয়র। সংগঠনের সদস্যদের সাথে নিয়ে শহীদ মিনারে পুসপমাল্য অর্পন করেন বন্ধুজুনিয়র‘র প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. মামুন-অর-রশীদ।

এদিকে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষ্যে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসন আয়োজিত স্বাধীনতা দিবসের কুচকাওয়াজ, ক্রীড়ানুষ্ঠানুষ্ঠানের মধ্য দিয়ে দিবসটি উদযাপন করা হয়। মাটিরাঙ্গা মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে পুলিশ ও আনসার-ভিডিপি সদস্যদের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট ও গার্লস গাইড সদস্যরা কুচকাওয়াজে অংশগ্রহণ করে।

এর আগে সকাল আটটার দিকে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান। শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িযে দিবসটির শুভ সুচনা করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো।

কুচকাওয়াজ শেষে সমবেত শিক্ষক, শিক্ষার্থীসহ সুধীজনের উদ্দ্যেশে সংক্ষিপ্ত বক্তব্যে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান সুখী, সমৃদ্ধ ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলাদেশ বিনির্মানে বর্তমান প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা সংগ্রামের সঠিক ইতিহাস জানাতে শিক্ষকদের প্রতি আহাবান জানিয়ে বলেন, তবে মুক্তিযুদ্ধে আত্মত্যাগ স্বার্থক হবে।

এসময় মাটিরাঙ্গা উপজেলা বাসিক প্রকৌশলী মো. আমান উদ্দিন চৌধুরী, উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোন্তাকিম চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ মো. আশরাফ উদ্দিন, মাটিরাঙ্গা ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রশান্ত কমুার ত্রিপুরা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন