সোনাইছড়িতে বন্য হাতির তান্ডবে ৯ বসতবাড়ি লন্ডভন্ড

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি:

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি ইউনিয়নে বন্য হাতির আক্রমণে ৯ টি বসতবাড়ি লণ্ডভণ্ড হয়ে গেছে। রবিবার রাতের আধারে ইউনিয়নের হেডম্যানপাড়া, বটতলী, ঠাকুরপাড়া ও নন্নাকাটা গ্রামে এ ঘটনা ঘটে।

সোনাইছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বাহান মার্মা জানান, গভীর রাতে একদল বন্য হাতি ইউনিয়নের বটতলি, হেডম্যান পাড়া, ঠাকুর পাড়া ও নন্নাকাটা গ্রামের লোকালয়ে হানা দেয়। এসময় হাতির দল গ্রামের ৯ টি বসতবাড়ী ভেঙ্গে বসতঘরে রক্ষিত ধান, চাল এবং বাড়ির পাশের কলা গাছ সাবাড় করে। বর্তমানে ক্ষতিগ্রস্ত পরিবারের মানুষ খোলা আকাশের নিচে মানবেতর দিনযাপন করছে।

এছাড়া গত কয়েকদিন ধরে হাতির দল বনাঞ্চল ছেড়ে লোকালয়ের নেমে আসায় পুরো ইউনিয়নের মানুষ আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।

ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মেম্বার আবদুর রহিম হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত এসব পরিবারের পাশে  দাড়ানোর জন্য সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি অনুরোধ জানান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন