সিন্দুকছড়ি জোনে মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত

Zone

মো. ইমরান হোসেনঃ
খাগড়াছড়ি জেলার সিন্দুকছড়ি জোন সদরে মাসিক সমন্বয় সভা বুধবার বেলা ১১টায় দরবার হলে সম্পন্ন হয়েছে। মাসিক সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিন্দুকছড়ি জোন কমান্ডার লে. কর্নেল রাব্বি আহসান পিএসসি।

সভায় উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা, উপজেলা নির্বাহী অফিসার যুথিকা সরকার, মানিকছড়ি উপজেলার নবাগত এসিল্যান্ড মো. দিদারুল আলম, মানিকছড়ি থানার ওসি মোঃ শফিকুল ইসলাম, হাফছড়ি ইউপি চেয়ারম্যান উষাপ্রু মারমা, পাতাছড়া ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন, গুইমারা ইউপি চেয়ারম্যান মেমং মারমা, সিন্দুকছড়ি ইউপি চেয়ারম্যান সিনাপ্রু মারমা, ১নং মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মোঃ আবুল কালাম, তিনটহরী ইউপি চেয়ারম্যান এম,এ করিম, সিন্দুকছড়ি জোন এরিয়ার ইউপি সদস্যসহ, হেডম্যান-কার্বারী, সাংবাদিকবৃন্দ ।

এলাকার আইন শৃংখলা পরিস্থিতি, জালিয়া পাড়া থেকে সিন্দুকছড়ি পর্যন্ত রাস্তার বেহাল দশা, পাহাড়ের সন্ত্রাসী গোষ্ঠীর অপতৎপরতা, মানিকছড়ির গচ্ছাবিলস্থ বক্রীপাড়ায় বাঙালীদের পরিত্যক্ত ভূমিতে ধর্মীয় পতাকা উড়িয়ে মন্দির নির্মাণের নামে ভূমি দখল, খাল থেকে অবৈধভাবে বালু উত্তোলন ইত্যাদি বিষয়ে বিশদ আলোচনা হয়।

আলোচনায় হাফছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান উষাপ্রু চাকমা বলেন, মানিকছড়ি জাপান ও চিংসামং চৌধুরী হত্যা মামলা, গচ্ছাবিলস্থ বক্রীপাড়ায় ভূমি বিরোধকে কেন্দ্র করে অস্থিতিশীল পরিবেশ তৈরী ও ধর্মীয় পতাকা উড়িয়ে বাঙালীদের জায়গা দখলের নামে স্থানীয় সন্ত্রাসী গোষ্ঠীগুলো অত্র এলাকায় আদিপত্য কায়েম করতে চায়।

মানিকছড়ি উপজেলা পরিষদের চেয়ারম্যান ম্রাগ্য মারমা বলেন, যে যাই বলুক পাহাড়ে উপজাতী এবং বাঙ্গালীদের সহাবস্থানে থাকতে হবে। কেউ যাতে কোন রকম অস্থিতিশীলতা তৈরী করতে না পারে সেদিকে আইন শৃংখলা বাহিনীকে সজাগ থাকতে হবে।

আরো বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার যুথিকা সরকার, ইউপি চেয়ারম্যান আবুল কালাম, ইউপি সদস্য মো. মোশারফ হোসেন, স্থানীয় হেডম্যান কার্বারীবৃন্দ।

সমাপনী বক্তব্যে জোন কমান্ডার উপস্থিত সকলকে সভায় উপস্থিত থেকে তাদের সুন্দর ও যথার্থ মতামত উপস্থাপন করার জন্য ধন্যবাদ জানান। পাশাপাশি যারযার এলাকায় কোন সন্ত্রাসী গোষ্ঠী যাতে কোন প্রকার অপপ্রচারের মাধ্যমে এলাকার আইন শৃংখলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে সেদিকে বিশেষভাবে খেয়াল রাখার জন্য অনুরোধ করেন। পাহাড়ী এবং বাঙালীদের সহাবস্থানে পার্বত্য এলাকার অমিত সম্ভাবনার দ্বার উন্মুক্ত হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন