সিন্দুকছড়ি জোনের নবাগত ৪ ফিল্ড রেজিমেন্টের মতবিনিময় সভা অনুষ্ঠিত

IMG_4837

মানিকছড়ি (খাগড়াছড়ি) প্রতিনিধিঃ

 গুইমারা রিজিয়নের আওতাধীন সিন্দুকছড়ি জোনে নবাগত ৪ ফিল্ড রেজিমেন্টের সেনা কর্মকর্তাদের সাথে গতকাল রবিবার সকালে প্রশাসনিক প্রধান, জনপ্রতিনিধি ,সাংবাদিক, কার্বারীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল ১০টায় সিন্দুকছড়ি জোন সদরে এ সভা অনুষ্ঠিত হয়। জোন অধিনায়ক লে.কর্ণেল মো. রাব্বি আহসান অনুষ্ঠানের শুরুতে উপস্থিত প্রশাসনিক প্রধান, জনপ্রতিনিধি, সাংবাদিক , কার্বারীদের  শুভেচ্ছা জানান। পরে একে একে অতিথিরা তাঁদের পরিচয় তুলে ধরেন। এ সময় অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, মানিকছড়ি উপজেলা চেয়ারম্যান ম্রাগ্য মারমা, মাটিরাংগা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, রামগড় ইউ.এন.ও মো. আমিনুল ইসলাম, মানিকছড়ি ইউ.এন.ও সনজীদা শারমিন, গচ্ছাবিল ২৯ আনসার ব্যাটালিয়ন উপ-অধিনায়ক মো.মইনুল ইসলাম, গুইমারা থানার ও.সি মো. জোবাইর, মানিকছড়ি ইউপি চেয়ারম্যান মো.আবুল কালাম, এম.এ.করিম, মো. শহিদুল ইসলাম মোহন, ভাইস চেয়ারম্যান রাহেলা আক্তার, মো. তাজুল ইসলাম বাবুল    প্রমূখ।
সভায় ৪ ফিল্ড রেজিমেন্ট অধিনায়ক লে.কর্ণেল মো. রাব্বি আহসান(পিএসসি) উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন, সকলের ঐকান্তিক ও আন্তরিক সহযোগিতার পেলে এলাকার যে কোন সমস্যা সমাধান সম্ভব। তাই তিনি অতীতের ন্যায় সকলের সহযোগিতা কামনা করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন