সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে ঐক্যর জয় হয়েছে : বীর বাহাদুর

Bandarban mp pic-2 6.1.2014(1)

স্টাফ রিপোর্টার :
এ নির্বাচনে জয় আমার একার নয়, আওয়ামী লীগের জয়, বান্দরবানবাসীর জয়। সাম্প্রদায়ীকতার বিরুদ্ধে ঐক্যর জয়। সর্বস্তরের জনগণ আমাকে ভোট দিয়েছে বলে আমি নির্বাচিত হয়েছি। আমি জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের কাছে কৃতজ্ঞ।

সোমবার বাংলাদেশ ছাত্রলীগের ৬৬তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রধান অতিথির বক্তব্যে টানা পঞ্চমবারের মত বান্দরবান থেকে সংসদ সদস্য বীর বাহাদুর এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ঐতিহ্যবাহী ছাত্র সংগঠন। ১৯৪৮ সালে পাকিস্তানী শাসকদের বিরুদ্দে ঐক্যবদ্ধ আন্দোলন করতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আওয়ামীলীগের সহযোগী সংগঠন হিসেবে ছাত্রলীগ প্রতিষ্ঠা করেন। ছাত্রলীগ ’৫২ ভাষা আন্দেলন, ’৬৬ অসহযোগ আন্দোলন, ’৭১ স্বাধীনতা যুদ্ধে ও ’৯০ দশকে স্বৈরচার বিরোধী আন্দোলনে অগ্রণী ভূমিকা পালন করেছে। তৎকালীন সময়ের আন্দোলনরত অনেক ছাত্রনেতা বর্তমান সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।

বান্দরবান জেলা ছাত্রলীগের সভাপতি রামেদুল ইসলাম রাশেদের সভাপতিত্বে অন্যান্যদের মাঝে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. ইসহাক, এ কে এম জাহাঙ্গীর, ইসলাম বেবী, সাধারণ সম্পাদক কাজি মজিবর রহমান, সহ-সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, চৌধুরী প্রকাশ বড়–য়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুজন চৌধুরী সঞ্জয় প্রমুখ বক্তব্য রাখেন।

বীর বাহাদুর আরও বলেন, সাম্প্রদায়ীকতা রুখতে জেলার সাধারণ মানুষ ঐক্যবদ্ধ হয়ে নৌকায় ভোট দিয়ে আওয়ামী লীগকে জয়যুক্ত করেছেন। আমি জীবন দিয়ে হলেও জেলার সাম্প্রাদয়ীক সম্প্রীতি বজায় রাখব।

আলোচনা সভার আগে প্রধান অতিথি ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন।  

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: ছাত্রলীগ, প্রতিষ্ঠাবার্ষিকী, বান্দরবান
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন