সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে জাতিগত বৈষম্য দূর করা সম্ভব- ব্রি. জে. মো. কামরুজ্জামান

505

সিনিয়র রিপোর্টার :

সাম্প্রদায়িক সম্প্রীতির মাধ্যমে পাহাড়ে জাতিগত বৈষম্য দূর করা সম্ভব মন্তব্য করে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুজ্জামান এনডিসি, পিএসসি-জি বলেছেন, মানুষে মানুষে বিভেদ কখনোই শান্তি-সৌহার্দ্য প্রতিষ্ঠা করতে পারে না। সাম্প্রদায়িক সম্প্রীতিই পারে পাহাড়ে সৌহার্দপূর্ণ প্ররেিবশ নিশ্চিত করতে ।

সাম্প্রদায়িক সম্প্রীতির সেতু বন্ধন তৈরীতে সেনাবাহিনী বরাবরই কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, বাংলা নববর্ষ বাঙালির প্রাণের উৎসব। প্রতি বছর বৈশাখ মাসের প্রথম দিন নানা আয়োজনে আমরা বরণ করি নতুন বছরকে। ব্যস্ততাকে দূরে ঠেলে সারা দেশে মত আনন্দে মেতে ওঠে পাহাড়ের বাঙ্গালী, ত্রিপুরা, মারমা, চাকমা সহ সকল সম্প্রদায়ের মানুষ।

তিনি বৃহস্পতিবার দুপুরের দিকে বাংলা নববর্ষ উপলক্ষে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজিত ৪ দিন ব্যাপী লোকজ মেলা প্ররিদর্শনে এসে উপরোক্ত কথা বলেন।

395

এর আগে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের উদ্যেগে সকল সম্প্রদায়ের সম্প্রীতির মিলন মেলায় উপজেল নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান‘র সভাপতিত্বে বৃহস্পতিবার সকালে উপজেলা প্রাঙ্গণ থেকে পাহাড়ি-বাঙ্গালী তরুন-তরুনীদের বর্ণিল সাজে সজ্জিত নববর্ষের বর্ণিল শোভাযাত্রা মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কার্যালয় প্রাঙ্গণে হতে শুরু হয়ে মাটিরাঙ্গা পৌর ভবন হয়ে উপজেলা পরিষদ প্রাঙ্গণে এসে শেষ হয়। উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সম্মুখে মারমা সম্প্রদায়ের জলকেলী ও মাটিরাঙ্গায় প্রথম বারের মতো অনুষ্টিত হয় বলি, হাডুডু খেলাসহ নানা খেলাধুলা উপভোগ করেন ।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাটিরাঙ্গা জোন অধিনায়ক লে. কর্ণেল মো: জিল্লুর রহমান পিএসসি-জি, সিন্দুকছড়ি জোন অধিনায়ক লে. কর্নেল গোলাম ফজলে রাব্বী, লক্ষীছড়ি জোন অধিনায়ক লে. কর্ণেল মো: নুরুল আমিন পিএসসি, মেলা উদ্যাপন কমিটির আহবায়ক ও সহকারী কমিশনার (ভুমি) ইমরুল কায়েস মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো: সাহাদাত হোসেন টিটো, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সুবাস চাকমাসহ উপজেলার সামরিক-বেসামরিক পদস্থ সরকারী কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি, সাংবাদিক নেতৃবৃন্দ, রাজনৈতিক, সামাজিক সংগঠন, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান প্রমুখ।

এর আগে গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কামরুজ্জামান এনডিসি, পিএসসি-জিসহ সামরিক কর্মকর্তাগণ মেলা প্রাঙ্গণে আসলে মাটিরাঙ্গা উপজেল নির্বাহী অফিসার বি এম মশিউর রহমান তাদেরকে স্বাগত জানান পরে অতিতিগণ মেলার বিভিন্ন স্টলে ঘুরে দেখেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন