Notice: Trying to get property 'post_excerpt' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 53

Notice: Trying to get property 'guid' of non-object in /home/parbatta/public_html/wp-content/themes/artheme-parbattanews/single.php on line 55

সামাজিক অবক্ষয়ের এক ভয়ঙ্কর নাম মাদক: বিএম মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

সামাজিক অবক্ষয়ের এক ভয়ঙ্কর নাম মাদক। মাদক মানুষকে মৃত্যুর দিকে ধাবিত করে। তবু কেন মানুষ মাদকাসক্ত হচ্ছে এমন প্রশ্ন রেখে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান বলেন, এজন্য পারিবারিক, সামাজিক অসচেতনতাই দায়ী। মাদক প্রতিরোধে যুবসমাজকে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে বলেও মন্তব্য করেন তিনি।

শনিবার বিকালে মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের পল্লী উন্নয়ন ক্লাব আয়োজিত মাদকবিরোধী র‌্যালী শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মাদক প্রতিরোধের পাশাপাশি সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রেও ছাত্র ও যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করার আহবান জানান বিএম মশিউর রহমান। তিনি বলেন, শুধুমাত্র মাদকবিরোধী র‌্যালী করে ঘরে ফিরে গেলে হবেনা, এখান থেকে মাদককে বিদায় জানাতে হবে।

মাটিরাঙ্গা পৌরসভার ৫নং ওয়ার্ডের কাউন্সিলর মো. আলী মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক ও মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

এছাড়াও বক্তব্য রাখেন ধলিয়া মৌজার মৌজা প্রধান ও মারমা উন্নয়র সংসদের সভাপতি চাইলাপ্রু চৌধুরী, আওয়ামীলীগ নেতা সুবাস চাকমা, মাটিরাঙ্গা পৌরসভার সংরক্ষিত ওয়ার্ডের কাউন্সিলর মিসেস মনোয়ারা বেগম, পল্লী উন্নয়ন ক্লাবেরর সাধারন সম্পাদক সাদ্দাম হোসেন প্রমুখ।

মাটিরাঙ্গা পৌর ছাত্রলীগের সভাপতি মো. সাইফুল ইসলাম আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন।

শুধুমাত্র মাদকসেবী নয়, মাদক ব্যবসায়ীদের বিষয়ে তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহবান জানিয়ে মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো বলেন, গুটি কয়েক মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে আমার সবাই জিম্মি হয়ে থাকতে চাইনা। মাদক বিরোধী সমাবেশ যেন মাদক ব্যবসার পথকে সহজ করে না দেয় এমন মন্তব্য করে বলেন, শর্ষের ভিতর ভূত থাকলে মাদকের ভয়াবহতা কমবেনা বরং বাড়বে।

নিজেকে চরপাড়া বা ৫নং ওয়ার্ডের বাসিন্দা এ পরিচয় দিতে লজ্জা লাগে উল্লেখ করে মাটিরাঙ্গা পৌরসভার মেয়র মো. শামছুল হক বলেন, মাটিরাঙ্গা পৗরসভার মধ্যে ৫নং ওয়ার্ডের চরপাড়া মাদকের আখড়ায় পরিনত হয়েছে। মাদকের বিরুদ্ধে এখান থেকেই আন্দোলন গড়ে তুলতে হবে। মাদকসেবী নয় মাদক ব্যবসায়ীদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে। যে অপবাধ আমাদের ঘাড়ে চেপে বসেছে তা থেকে বেরিয়ে আসতে নিজেদেরই উদ্যোগ নিতে হবে। এজন্য তিনি তিনি মাটিরাঙ্গা পৌরসভার প্রতিটি ওয়ার্ডে মাদকবিরোধী সভা-সমাবেশ আয়োজনের ঘোষণা দেন।

পরে মাদকবিরোধী সমাবেশে উপস্থিত অভিভাবক ও যুবকদের মাদকবিরোধী শপথবাক্য পাঠ করান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিএম মশিউর রহমান।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন