সাধারণ মানুষের সেবার জন্যই প্রশাসন: জেলা প্রশাসক

নিজস্ব প্রতিবেদক, মাটিরাঙ্গা:

খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম বলেছেন, সাধারণ মানুষের সেবার জন্যই প্রশাসন। জনগণের সাথে মিশতে হবে, জনগণের মনের ভাষা বুঝতে হবে। জনগণ প্রশাসনের প্রতিপক্ষ নয়, নিজেকে জনগণের সেবক হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে। তবেই প্রশাসনের মর্যাদা বৃদ্ধি পাবে।

মঙ্গলবার(২৩জানুয়ারি) বিকালের দিকে মাটিরাঙ্গা উপজেলা পরিষদ কনফারেন্স রুমে মাটিরাঙ্গার বিভাগীয় কর্মকর্তা, নির্বাচিত জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দ্যেশে এসব কথা বলেন।

মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার বিভীষণ কান্তি দাশ‘র সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. তাজুল ইসলাম তাজু, মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ সৈয়দ মো. জাকির হোসেন, মাটিরাঙ্গা উপজেলা প্রকৌশলী মো. আনোয়ারুল হক, মাটিরাঙ্গা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সুবাস চাকমা, বড়নাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আলী আকবর, মাটিরাঙ্গা সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরনজয় ত্রিপুরা, মাটিরাঙ্গা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান ভুইয়া ও মাটিরাঙ্গা পৌরসভার কাউন্সিলর মোহাম্মদ আলী প্রমুখ বক্তব্য রাখেন।

দুই ঘন্টাব্যাপী মতবিনিময় সভায় তিনি মাটিরাঙ্গার উন্নয়নে ভুমিকা রাখতে সকলকে স্ব স্ব অবস্থান থেকে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, উন্নয়নে পিছিয়ে গেলে আমরাই পিছিয়ে যাবো। তিনি বলেন, জনগণকে ভালোবাসতে হবে। জনগণের বিপদে পাশে দাঁড়াতে হবে।

সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো. শাহ আলম মিয়া, বেলছড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. নজরুল ইসলাম ও আমতলী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. আবদুল গনি ছাড়াও উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় প্রধান, নির্বাচিত জনপ্রতিনিধি ও সুশীল সমাজের প্রতিনিধিগণ মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

এরপর তিনি মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের  উদ্যোগে মাটিরাঙ্গার বিভিন্ন পর্যায়ের শতাধিক হত-দরিদ্র নারী-পুরুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। এসময় তিনি বিনোদনমুলক পার্ক জলপাহাড় ঘুরে দেখেন। এসময় জলপাহাড়ের উন্নয়নে উপজেলা নির্বাহী অফিসারকে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন