সাজেক ইউপি’র পক্ষ থেকে ল্যাপটপ সোলার সেলাইমেশিন সেচ-পাম্প বিতরণ

sajek up pic copy

সাজেক প্রতিনিধি:

রাঙ্গামাটি জেলার দেশের বৃহত্তর ইউনিয়ন সাজেকে সোমবার সকাল ১১ টায় সাজেক ইউপি’র পক্ষ থেকে লোকাল গভর্মেন্ট সাপোর্ট (এলজিএসপি)-২/‘১৫-১৬ অর্থ বছর প্রকল্প থেকে সাজেক ইউনিয়নের বিভিন্ন প্রতিষ্ঠান ও বিদ্যালয়ে ল্যাপটপ, মা ও শিশু সাস্থ্য খাদ্য, স্কুল ড্রেস টিপিন বক্স, সেলাইমেশিন ও সেচ-পাম্প ভিতরণ করা হয়।

বিতরণী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাজেক থানার অফিসার ইনচার্জ মো. নুরুল আনোয়ার, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাজেক ইউপি চেয়ারম্যান অতুলার চাকমা, বিষেশ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাঘাইহাট বাজার পরিচালনা কমিটির সভাপতি ডা. নাজিম সম্পাদক মো. জুয়েল, মাচালং বাজার কমিটির সাবেক সভাপতি মো. রফিক এবং সাজেক ইউপির সদস্য সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ।।

এসময় বিতরনী অনুষ্ঠানে বিভিন্ন প্রিতিষ্ঠান, বিদ্যালয় ও জনগণের মাঝে ৩টি ল্যাপটপ, ২৫টি সেলাইমেশিন, ৭টি সেচ পাম্প, ১৬টি সোলার প্যানেল, ১০০জনের স্কুল ড্রেস ও ১০০টিপিন বক্স এবং মা ও শিশুর খাদ্য হিসেবে ১০০টি হরলিক্স ভিতরন করা হয়।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন