সাগরে ডুবে নিহত ১৫ জেলে পরিবারের খোঁজ কেউ না রাখলেও খোঁজ রেখেছেন সালামত সিকদার

capture-copy

মহেশখালী প্রতিনিধি:

সম্প্রতি সাগরে মাছ ধরতে গিয়ে বৈরী আবহাওযার কবলে পড়ে কুতুবজুমের ১৫ জেলে নিহত হওয়ার পর তাদের খোঁজ রাখেন নি কোন রাজনৈতিক নেতা ও সমাজ সেবকরা। সেসব পরিবারে নেমে এসেছে চরম দূর্দিন। কারন তাদের একমাত্র উপার্যনকারী ব্যাক্তিটি চিরদিনের জন্য চলে গেছে সলিল সমাধি হয়ে।

এদিকে শুক্রবার জুমার নামাজের পর কুতুবজুমের খোন্দাকার পাড়ার বাসিন্দা সালামত সিকদার নিলেন সেই সব পরিবার গুলির খোঁজ খবর। খোন্দাকার পাড়ার ৭ পরিবারকে ৫ হাজার টাকা, ৮ পরিবারকে ২ হাজার টাকা করে নগদ অর্থ বিতরন করেন তিনি। তাদের বিপদের এই দিনে আর্থিক এই সহায়তা পেয়ে কষ্ট কিছুটা হলেও লাঘব হয়েছে বলে নিহত জেলেদের পরিবারের সদস্যরা জানান।
সালামত সিকদার খোন্দাকার পাড়ার বেশ কিছু সমাজ সেবা মুলক কর্মকাণ্ডে এগিয়ে এসেছেন। অসচ্ছল ব্যক্তিদের সহায়তা করেছেন বলেও স্থানীয় সূত্রে জানা যায়।

উল্লেখ্য, সালামত সিকদার মানুষের সেবা করার জন্য বিগত নির্বাচনে প্রাথী  হয়েছিল অল্প ভোটের ব্যবধানে পরাজিত হয়েছেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন