সাকিবের রেকর্ডের মালায় নতুন মুক্তো

sakib

স্পোর্টস ডেস্ক:

গলায় আরেকটি রেকর্ড-মালা পরলেন সাকিব আল হাসান। এবার এক টেস্ট সিরিজে বাংলাদেশের পক্ষে যৌথভাবে সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় নাম লেখালেন দেশসেরা ক্রিকেটার। এনামুল হক জুনিয়রের সঙ্গে দারুণ গৌরবের রেকর্ড ভাগাভাগি করলেন টেস্টের বিশ্বসেরা অলরাউন্ডার।

শুক্রবার চট্টগ্রাম টেস্টের তৃতীয় দিনে জিম্বাবুয়ের প্রথম ইনিংসের ৯৮.২ ওভারে রিচমন্ড মুতাম্বামির উইকেট শিকারের মাধ্যমে এক টেস্ট সিরিজে ১৮টি উইকেট শিকার হয়ে যায় সাকিবের। ২.৪৬ ইকোমনি রেটে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের টেস্ট সিরিজে এই নজির গড়লেন সাকিব। যা বাংলাদেশের পক্ষে কোনো একটি টেস্ট সিরিজে সর্বোচ্চ।

এনামুল হক জুনিয়র এই একই নজির গড়েছিলেন ২০০৫ সালের জানুয়ারিতে। সেটাও জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজেই। অবশ্য সেটা ছিল দুই ম্যাচের সিরিজ। সেই হিসেবে এনামুলকে বেশি মার্কস দিতে হবে। যদিও ইকোনমি বিবেচনায় এগিয়ে রয়েছেন সাকিব। তাছাড়া ওভারের বিবেচনাতেও এগিয়ে সাকিব। এনামুল ১৮ উইকেট পেতে ১২০.২ ওভার বল করেছিলেন। সেখানে সাকিব বল করেছেন ১১৬.৫ ওভার।

সাকিব ও এনামুলের পর বাংলাদেশের পক্ষে এক সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ ১৭টি উইকেট নেয়ার কৃতিত্ব মোহাম্মদ রফিকের। পাকিস্তানের বিপক্ষে ২০০৩ সালে ১৭ উইকেট নিয়েছিলেন বামহাঁতি স্পিনার। তাছাড়া এই সিরিজেই ১৬ উইকেট নেয়ার কীর্তি আছে নবাগত তাইজুলেরও। এক সিরিজে ১৫ উইকেট পেয়েছেন পেসার রবিউল ইসলাম। বাংলাদেশের পেসারদের মধ্যে সবচেয়ে ভালো ফলাফল।
Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন