‘সরকার ভারতকে বিনাশুল্কে সমুদ্র বন্দর ও সড়কপথ ব্যবহারের সুযোগ দিয়েছে’

66

নিজস্ব প্রতিবেদক:

বিএনপির কেন্দ্রীয় কমিটির ভাইস-চেয়ারম্যান শামসুজ্জামান দুলু প্রশ্ন রেখে বলেছেন, সরকার ভারতের কাছে সমুদ্র বন্দর ও সড়কপথ বিনা শুল্কে ব্যবহার করার সুযোগ দিয়েছে। এর বিনিময়ে আমরা কি পাচ্ছি।শনিবার স্থানীয় একটি আবাসিক হোটেলের সভাকক্ষে বান্দরবান জেলা বিএনপির প্রতিনিধি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমানের সভাপতিত্বে সভায় চট্টগ্রাম বিভাগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম, সহ-সাংগঠনিক সম্পাদক জামাল উদ্দিন, সহ-সম্পাদক হারুনুর রশিদ, সহ-সাংগঠনিক সম্পাদক মশিউর রাহমান বিপ্ল¦ব বক্তব্য রাখেন।

এ ছাড়া বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদিকা মাম্যাচিং, জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি অধ্যাপক মো. ওসমান গণি, সদর উপজেলার চেয়ারম্যান আবদুল কুদ্দুছ উপস্থিত ছিলেন।

শামসুজ্জামান দুলু বলেন, দেশে গণতন্ত্রের পুনরুদ্ধার আন্দোলনে সকল গণতান্ত্রিক দলকে একযোগে কাজ করতে হবে। শহীদ জিয়ার আমলেই পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে গণমানুষের অধিকার প্রতিষ্ঠার সূচনা হয়েছিল বলে তিনি দাবি করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন