সরকার টেকসই উন্নয়নের লক্ষ্যে কাজ করছে : নব বিক্রম কিশোর ত্রিপুরা

দীঘিনালা প্রতিনিধি:

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান নব বিক্রম কিশোর ত্রিপুরা বলেছেন, বর্তমান সরকার টেকসই উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে। এজন্যে প্রত্যেকটি উন্নয়নই সুদীর্ঘ চিন্তাভাবনা থেকেই মানসম্মতভাবে করা হচ্ছে।

তিনি বলেন, তুলনামূলকভাবে পার্বত্য অঞ্চলের অন্যান্য উপজেলার চাইতে দীঘিনালা উপজেলায় বেশি উন্নয়ন হয়েছে। সোমবার(২১ জানুয়ারি) সকালে দীঘিনালা উপজেলার কামাকোছড়া উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবন উদ্বোধন উপলক্ষে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।  এসময় তিনি আরও বলেন, পাড়াকর্মীদের বকেয়া ৯ মাসের বেতন খুব শীঘ্রই প্রদান করা হবে|

আলোচনা সভায় বোয়ালখালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান চয়ন বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুণ কান্তি ঘোষ, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান শাহিনুল ইসলাম  উপজেলা পরিষদ চেয়ারম্যান নব কমল চাকমা প্রমুখ।

এর আগে প্রধান অতিথি কামাকোছড়া উচ্চ বিদ্যালয়ে ৩০লক্ষ,৬৬হাজার টাকা ব্যায়ে নির্মিত ভবন উদ্বোধন করেন।

Print Friendly, PDF & Email
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন